জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়েছেন নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার বাংলাদেশ সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জাতিসংঘের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বমঞ্চে দাঁডিয়েও জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন।
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির ৬ নেতা। নির্বাচন ইস্যুতে সরকারপ্রধানের বক্তব্যের ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দলগুলোর নেতারা।
আখতার হোসেন বলেন, প্রধান উপদেষ্টা তার ভাষণের মাধ্যমে বাংলাদেশের সত্যিকারের প্রতিনিধিত্ব করতে পেরেছেন। তার বক্তব্যকে ইতিবাচকভাবে দেখি। ফেব্রুয়ারিতে নির্বাচনকে ইতিবাচক দেখি।
এনসিপির সদস্য সচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে সংস্কার, বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারলে আরও ভালো হবে।
কেএন/টিএ