দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে ঘিরে হঠাৎই এক বিতর্ক জন্ম নিলো। কয়েকদিন আগে তার বোন পূজা কান্নান সমুদ্রতীরে কাটানো কিছু ছুটি দিনের ছবি প্রকাশ করেছিলেন সামাজিক মাধ্যমে। সেসব ছবিই পরে কিছু দুষ্টু ট্রলদের হাতে গিয়ে বিকৃত রূপ নিলো। মূল ছবিগুলো সম্পাদনা করে তাকে বিকিনিতে দেখানো হয়, আর সেখান থেকেই শুরু হলো অযাচিত সমালোচনা।
এমন সময়ে সাই পল্লবী নিজেই মুখ খুললেন। তিনি স্পষ্ট করে জানালেন, ছবিগুলো তার আসল ছুটির দিনের, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়। তবে যেসব ছবি এখন ছড়িয়ে পড়ছে, সেগুলো মূল ছবি বিকৃত করে বানানো হয়েছে। তাই মানুষের ভুল বোঝাবুঝি না হওয়ার জন্য তিনি এগিয়ে আসেন।
বর্তমানে তিনি ‘রামায়ণ’ ছবিতে দেবী সীতা চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। এই চরিত্রকে কেন্দ্র করেই মূলত সমালোচনা আরও তীব্র হয়েছিল। কিন্তু অভিনেত্রীর সততা ও পরিষ্কার বক্তব্যে ভক্তরা তার পাশে দাঁড়িয়েছেন। সহকর্মীরাও নিন্দা জানিয়েছেন এ ধরনের ছবির অপব্যবহার ও কুৎসা রটনার।
ঘটনাটি শুধু সাই পল্লবীর ব্যক্তিগত জীবনে নয়, বরং বৃহত্তর প্রশ্ন তোলে- জনপ্রিয় মানুষের ছবি বা ব্যক্তিগত মুহূর্ত কত সহজেই বিকৃত করে ভুয়া প্রচার চালানো যায়। দিন দিন বাড়ছে এ ধরনের ডিজিটাল জালিয়াতি ও অনলাইন ট্রলিং, যা শিল্পী ও সেলিব্রিটিদের মানসিকভাবে আঘাত করছে।
সব কিছুর পরও সাই পল্লবী নিজের চরিত্রে মনোযোগী রয়েছেন। ‘রামায়ণ’ যে ভারতীয় সিনেমার অন্যতম বড় প্রকল্প হতে যাচ্ছে, সেখানে সীতা রূপে তার অভিষেক দেখার অপেক্ষায় ভক্তরা। বিতর্ক নয়, অভিনয়ের মাধ্যমেই তিনি প্রমাণ করতে চান নিজের শক্তি ও শিল্পীসত্তা।
কেএন/টিকে