এবার হজে বিমান ভাড়া আরও কমল

আসন্ন হজের যাত্রীদের জন্য বিমান ভাড়া জনপ্রতি ১৩ হাজার টাকা করে কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আগামী হজের তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ. ফ. ম খালিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম৷

সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, ২০২৬ সালের জন্য হজে সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয়ের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের খরচের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাব করে প্যাকেজ ঠিক করা হয়েছে। পরবর্তীতে সৌদি সরকার কোনো খাতের খরচ বৃদ্ধি/হ্রাস করলে সে অনুসারে প্যাকেজ মূল্য বৃদ্ধি বা হ্রাস পাবে। প্যাকেজ মূল্য বৃদ্ধি পেলে হজযাত্রীদেরকে তা পরিশোধ করতে হবে। প্যাকেজ মূল্য হ্রাস পেলে উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়া হবে।

গত হজে সরকারি মাধ্যমের হজ যাত্রীদের ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হয়েছিল বলে জানান উপদেষ্টা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, হজ প্যাকেজে সৌদি পক্ষে রয়েছে- মক্কা-মদিনায় বাড়ি/হোটেল ভাড়া, পরিবহন ব্যয়, জমজম পানি, মিনা-আরাফায় সার্ভিস চার্জ, ভিসা ফি, স্বাস্থ্যবীমা, ইলেক্ট্রনিক্স ফি, গ্রাউন্ড সার্ভিস ফি, মিনার তাঁবু ভাড়া/ক্যাম্প ফি, লাগেজ পরিবহন ব্যয় ও দমে শোকর খরচ।

বাংলাদেশ পর্বে ব্যয়ের খাতে রয়েছে- বিমান ভাড়া, হজযাত্রীদের কল্যাণ তহবিল, প্রশিক্ষণ ফি, হজ গাইড ও অন্যান্য সার্ভিস। সৌদি আরব ও বাংলাদেশ পর্বের এসব ব্যয় যোগ করেই প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়।

উপদেষ্টা বলেন, আসন্ন ২০২৬ সনের হজে হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণের বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। গতবছর বিমান ভাড়া ছিলো এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। অর্থাৎ এবছর হজযাত্রী প্রতি বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমেছে। এছাড়া, বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় থেকে হ্রাসকৃত ভাড়া আরো কমানোর বিষয়ে তৎপরতা চলছে।

এ বছর যে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে গত বছরের মতো বাংলাদেশ পর্বের ভ্যাট ও ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়নি, এগুলো গত বছর অব্যাহতি দেওয়া হয়েছিল। এ বছরও বাংলাদেশ পর্বের ভ্যাট ও ট্যাক্সকে হজযাত্রীদের বিমান ভাড়া বহির্ভূত রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগকে অনুরোধ করা হয়েছে।

হজ প্যাকেজে যা কিছু নতুন
অনুষ্ঠানের জানানো হয়, ২০২৬ সালের হজে সৌদি সরকার স্বাস্থ্য বীমার পরিমাণ বৃদ্ধি করেছে ১৩০ সৌদি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ২৭০ টাকা। গত বছর স্বাস্থ্যবিমা ছিল ২১ রিয়াল।

>> মিনা ও আরাফায় তীবু ভাড়া ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নুসুক মাসার প্লাটফর্মে 'দমে শোকর' বাবদ ৭২০ সৌদি রিয়াল বা ২৩ হাজার ৬৫২ টাকা জমাদান বাধ্যতামূলক করা হয়েছে। এ বছর প্রথমবারের মতো দমে শোকর বাবদ টাকা হজ প্যাকেজে অন্তর্ভুক্ত করে প্যাকেজ ঘোষণা করা হচ্ছে।

>> এছাড়া, এবছর সৌদি রিয়ালের বিনিময় হারও বেড়েছে, গতবছর সৌদি রিয়াল ছিলো ৩২ দশমিক ৫০ টাকা, এবছর সেটা বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৮৫ টাকা।

>> এবছর সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১ (বিশেষ), 'হজ প্যাকেজ-২' ও 'হজ প্যাকেজ-৩' শিরোনামে তিনটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

হজ প্যাকেজ-১ (বিশেষ) : এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরঙ্গণ থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজীদের আবাসন সুবিধা দেওয়া হবে। এটাচড বাথরুমসহ একরুমে সর্বোচ্চ ৫ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি+ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।

হজ প্যাকেজ-২ : এটি হজ প্যাকেজ-১ এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরঙ্গণ থেকে এক দশমিক ২ কিলোমিটার থেকে এক দশমিক ৮ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজীদের আবাসন সুবিধা দেওয়া হবে। এটাচড বাথরুমসহ একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।

হজ প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ এ নির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে মক্কা ও মদিনায় ২ ও ৩ সিটের রুম শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে। হজযাত্রীদের সৌদি আরব অবস্থানকাল হবে সাধারণত ৩৫-৪৭ দিন। তবে শর্ট প্যাকেজে সৌদি আরবে অবস্থান কাল হবে ২২ থেকে ৩০ দিন।

হজ প্যাকেজ-৩ : এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের আবাসন হবে মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে। একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতের জন্য এসি বাসের ব্যবস্থা থাকবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

এছাড়া 'বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ' শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এর বাইরে এজেন্সিগুলো নিজেদের মতো করে দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে কোন প্যাকেজের মূল্যই ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকার কম হতে পারবে না।

হজ নিয়ে আরো তথ্য
>> চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে হজ অনুষ্ঠিত হবে।

>> ২০২৬ সালের বাংলাদেশ থেকে সম্ভাব্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

>> গত ২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবর হজের নিবন্ধন কার্যক্রম শেষ হবে। তিন লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে।

>> ১২ বছর ও তদূর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি ২০২৬ সালের হজে করতে পারবেন। ৭০ বছরের ঊর্ধ্বে কেউ গেলে ৫০ বছরের নিচে কাউকে সাথে নিতে হবে। লিভার সিরোসিস, করোনারি রোগসহ অন্যান্য রোগে আক্রান্তদের নিরুৎসাহিত করছে সরকার।

>> ৩১ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সব টাকা পরিশোধ করতে হবে।

>> ১৮ এপ্রিল ২০২৬ সাল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

সর্বোচ্চ হজযাত্রী প্রেরণকারী দেশের তালিকায় আমাদের অবস্থান চতুর্থ। গতবছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ পালন করেছেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ইমরান হাশমির নতুন রূপে তাসকারির ট্রেলার প্রকাশ Jan 11, 2026
img
তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদ, গুঞ্জন নাকি বাস্তবতা! Jan 11, 2026
ডিপফেকের লক্ষ্য স্কুলছাত্রী থেকে চাকরিজীবী পর্যন্ত Jan 11, 2026
বনশ্রীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; স্থানীয়দের বক্তব্যে বেরিয়ে এলো তথ্য! Jan 11, 2026
ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে কোন পথে বিএনপি! Jan 11, 2026
গণমাধ্যম নিয়ে যা বললেন সাংবাদিক হাসান হাফিজ Jan 11, 2026
বিক্ষোভ দমাতেইরান জুড়ে রেড লাইন ঘোষণা সেনা বাহিনীর Jan 11, 2026
নির্বাচনী এলাকায় অ্যাম্বাসেডরদের সক্রিয় ভূমিকা Jan 11, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 11, 2026
হাদি প্রসঙ্গে যা বললেন রাকসু জিএস আম্মার Jan 11, 2026
দুটি কাপ দিয়ে নির্বাচনের চিত্র দেখালেন জামায়াত নেতা শাহরিয়ার কবির Jan 11, 2026
আলাদা থাকছেন তাহসান-রোজা, বিচ্ছেদের গুঞ্জন Jan 11, 2026
img
তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, প্রত্যাশা মোদীর Jan 11, 2026
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা; গতানুগতিকের বাইরে কি থাকছে? Jan 11, 2026
প্রেমিকার ঘনিষ্ঠতায় বিরক্ত বীর পাহাড়িয়া Jan 11, 2026
নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল ও চমক Jan 11, 2026
img
প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের মামলায় ৫ আসামির রিমান্ড মঞ্জুর Jan 11, 2026
img
সাহায্য আসছে- ইরানের বিক্ষোভকারীদের বললেন ট্রাম্পের মিত্র Jan 11, 2026
img
ইবি ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে ইউসুব-রাফি Jan 11, 2026
img
ঢামেকে চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর Jan 11, 2026