দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ৩টায় সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ডাকসু নেতারা জানান, পূজা নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া পূজামণ্ডপে হামলা বা ভাঙচুরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ডাকসু নেতারা বলেন, অতীতে প্রতিমা ভাঙচুরসহ বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ সম্ভব হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে। সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সরকার এ বিষয়ে কাজ করছে।
ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। জুলাই বিপ্লবের পর বিশ্ব দরবারে আমরা নতুন ইতিহাস গড়ার সুযোগ পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে এ সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, আমরা পূজার নিরাপত্তা নিয়ে বিভিন্ন উদ্বেগ ও প্রস্তাব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উপস্থাপন করেছি। গতকাল জগন্নাথ হল, শিববাড়ি মন্দির ও ঢাকেশ্বরী মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছি। হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপদ পূজা নিশ্চিত করতে তাদের সুপারিশসমূহও উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুতর তোফাজ্জল হত্যাকাণ্ড ও সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।

তিনি জানান, এ বিষয়ে প্রকৃত তথ্য ও তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

ডিপফেকের লক্ষ্য স্কুলছাত্রী থেকে চাকরিজীবী পর্যন্ত Jan 11, 2026
বনশ্রীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; স্থানীয়দের বক্তব্যে বেরিয়ে এলো তথ্য! Jan 11, 2026
ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে কোন পথে বিএনপি! Jan 11, 2026
গণমাধ্যম নিয়ে যা বললেন সাংবাদিক হাসান হাফিজ Jan 11, 2026
বিক্ষোভ দমাতেইরান জুড়ে রেড লাইন ঘোষণা সেনা বাহিনীর Jan 11, 2026
নির্বাচনী এলাকায় অ্যাম্বাসেডরদের সক্রিয় ভূমিকা Jan 11, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 11, 2026
হাদি প্রসঙ্গে যা বললেন রাকসু জিএস আম্মার Jan 11, 2026
দুটি কাপ দিয়ে নির্বাচনের চিত্র দেখালেন জামায়াত নেতা শাহরিয়ার কবির Jan 11, 2026
আলাদা থাকছেন তাহসান-রোজা, বিচ্ছেদের গুঞ্জন Jan 11, 2026
img
তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, প্রত্যাশা মোদীর Jan 11, 2026
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা; গতানুগতিকের বাইরে কি থাকছে? Jan 11, 2026
প্রেমিকার ঘনিষ্ঠতায় বিরক্ত বীর পাহাড়িয়া Jan 11, 2026
নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল ও চমক Jan 11, 2026
img
প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের মামলায় ৫ আসামির রিমান্ড মঞ্জুর Jan 11, 2026
img
সাহায্য আসছে- ইরানের বিক্ষোভকারীদের বললেন ট্রাম্পের মিত্র Jan 11, 2026
img
ইবি ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে ইউসুব-রাফি Jan 11, 2026
img
ঢামেকে চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর Jan 11, 2026
img
ব্রিটেনে ‘স্টর্ম গরেট্টি’র তাণ্ডবে প্রাণ গেল ১ জনের Jan 11, 2026
img
গুলিস্তানে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার Jan 11, 2026