পোল্যান্ডের স্বরাষ্ট্র ও প্রশাসন মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম। তারা সাইবার অপরাধ প্রতিরোধ, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অভিবাসন ও কনস্যুলার সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) ওয়ারশে পোল্যান্ডের স্বরাষ্ট্র ও প্রশাসন মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়ারশের বাংলাদেশ দূতাবাস জানায়, আলোচনায় সাইবার অপরাধ প্রতিরোধ, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অভিবাসন ও কনস্যুলার বিষয়ে সহযোগিতা জোরদার করার উপর আলোচনা হয়। বৈঠকে দক্ষতা ও জ্ঞান ভাগাভাগি বৃদ্ধির জন্য বাংলাদেশ পুলিশ এবং পোলিশ জাতীয় পুলিশের মধ্যে যৌথ কর্মসূচি এবং বিনিময় উদ্যোগের সুযোগ অনুসন্ধান করা হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার এবং নিকট ভবিষ্যতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির প্রতিশ্রুতি ব্যক্ত করে।
বৈঠকে পুলিশ আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর উপপরিচালক কর্নেল ইরমিনা গওয়েম্বিয়েভস্কা এবং অভিবাসন ও আন্তর্জাতিক বিষয়ক বিভাগের মহাপরিচালক মাগদা রিশটার উপস্থিত ছিলেন।
টিকে/