প্রবল তিক্ততায় শেষ হয়েছিল তাঁদের বৈবাহিক সম্পর্ক। ডিভোর্সের পরেও বিস্ফোরক মন্তব্য করা, সোশাল মিডিয়ায় একে অপরকে খোঁচা দেওয়া-সমস্তই চালিয়ে গিয়েছেন। কিন্তু নতুন বছরের শুরুতেই একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা! শোনা যাচ্ছে, আবারও একসঙ্গে দেখা যেতে পারে তাঁদের।
২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় চাহাল-ধনশ্রীর। পাঁচ বছরের মধ্যেই তুমুল তিক্ততার মধ্য দিয়ে তাঁদের সম্পর্ক শেষ হয়। গত বছর ৫ ফেব্রুয়ারি একসঙ্গে বান্দ্রার এক পরিবার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন চাহাল এবং ধনশ্রী। ২০ মার্চ উভয়পক্ষের সম্মতিতে ডিভোর্স হয়। তারপরেও একে অপরকে কটাক্ষ করে বারবার মুখ খুলেছেন চাহাল-ধনশ্রী। দাম্পত্যে কে কাকে কতখানি ঠকিয়েছেন, কে কতটা কষ্ট পেয়েছেন-সেই নিয়ে রীতিমতো কাদা ছোড়াছুড়ি চলেছে দু’জনের মধ্যে।
প্রবল তিক্ততা ভুলে চাহাল-ধনশ্রী আবার একে অপরের মুখ দেখবেন, সেটা হয়তো আশা করতে পারেননি অনেকেই। সূত্রের খবর, একসঙ্গে দেখা যেতে পারে প্রাক্তন দম্পতিকে। সেটাও সম্ভবত একছাদের নিচেই। শোনা যাচ্ছে, চলতি বছর এক রিয়্যালিটি শো’য়ে অংশ নেবেন তারকা ক্রিকেটার এবং বিখ্যাত নৃত্যশিল্পী। ‘দ্য ৫০’ নামে ওই শো’তে অংশ নেবেন ৫০ জন বিখ্যাত ব্যক্তিত্ব। ক্রীড়া, বিনোদন, নেটদুনিয়ায় বিখ্যাতদের নিয়েই এই শো তৈরি হবে।
ডিভোর্সের পর থেকে বিগ বসের মতো রিয়্যালিটি শো’য়ে ধনশ্রীর যোগ দেওয়া নিয়ে বেশ গুজব ছড়িয়েছে। তবে তিনি অংশ নিয়েছিলেন ‘রাইজ অ্যান্ড ফল’ নামে একটি শোয়ে। এবার ‘দ্য ৫০’তে অংশ নিতে দেখা যাবে ধনশ্রীকে। সূত্রের খবর, চাহাল ছাড়াও এই শোয়ে দেখা যেতে পারে অঙ্কিতা লোখান্ডে, তানিয়া মিত্তল, কুশা কপিলা, শ্বেতা তিওয়ারি, উরফি জাভেদ, ওরির মতো পরিচিত মুখদের। যদিও উদ্যোক্তাদের তরফে এই নিয়ে কিছুই বলা হয়নি। তবে ‘তুমুল প্রতিপক্ষ’ চাহাল-ধনশ্রীকে আনলে শো’য়ের জনপ্রিয়তা হু হু করে বাড়বে, মনে করছে ওয়াকিবহাল মহল।
এসকে/এসএন