রাতে ফিরছেন এরশাদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার বিকেল ৫টায় সিঙ্গাপুর থেকে একটি বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সাল চিশতী জানান, রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

এরশাদ কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছেন। নভেম্বর মাসে চারবার ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। অসুস্থতার কারণে জাতীয় নির্বাচনী কার্যক্রম থেকে দূরে ছিলেন। তার অসুস্থতা ও রাজনীতি থেকে দূরে থাকা নিয়ে নানা গুঞ্জন ছড়ায় রাজনৈতিক অঙ্গনে। এরপর নানা নাটকীয়তার জন্ম দিয়ে ১০ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর যান এরশাদ।

আসন্ন নির্বাচনে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন এরশাদ। রংপুর-৩ আসনে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী। সেখানে নৌকার প্রার্থী নেই। ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুক।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: