জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আলি আজমত ঢাকায় আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে দর্শকদের জানিয়েছেন।
এবার তার ভক্তদের জন্য এলো কনসার্টের চূড়ান্ত তারিখ ঘোষণার চমক। বহুল প্রতীক্ষিত এই কনসার্টটি আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। 'আলি আজমত লাইভ ইন ঢাকা' শিরোনামের এই কনসার্টটির আয়োজন করেছে অ্যাসেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনসার্টের তারিখ নিশ্চিত করে আলি আজমত নিজেই তার অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, ‘গেটসেটরক.কম থেকে আপনার টিকিট সংগ্রহ করুন।’
ঢাকায় আলি আজমতের এটি তৃতীয় সফর। কনসার্টটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টার। এর আগে ২০১৯ সালে তিনি শেষবার ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চ মাতিয়েছিলেন।
প্রসঙ্গত, আলি আজমত জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড 'জুনুন'-এর অন্যতম প্রধান সদস্য হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে তিনি 'সোশ্যাল সার্কাস' নামে আরেকটি ব্যান্ড গঠন করেন এবং একক শিল্পী হিসেবেও সংগীত জগতে সক্রিয় রয়েছেন।
আইকে/টিএ