ভিন্ন পদ্ধতিতে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ : মোস্তফা ফিরোজ

সিনিয়র সাংবাদিক মোস্তফা ‍ফিরোজ বলেছেন, ‘আলজাজিরার উপস্থাপক মেহদী হাসানের সঙ্গে আলাপে ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ নিয়ে কিছুটা সহবিরোধী বক্তব্য দিলেও একটি বিষয় স্পষ্ট করেছেন- আওয়ামী লীগের লোকজন নির্বাচনে অংশ নিতে পারবে। মেহদী হাসান তাকে প্রশ্নে করেন, আওয়ামী লীগ কেন রাজনীতি বা নির্বাচনে অংশ নিতে পারবে না, এটা কি কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত? জবাবে ড. ইউনূস বোঝানোর চেষ্টা করেন যে আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তারা নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে। তবে আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল, যদিও বর্তমানে তাদের কার্যক্রম নিষিদ্ধ। যেকোনো সময় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।

দলগতভাবে না পারলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবেন এবং তাদের সমর্থকরা তাদের ভোট দিতে পারবেন- এ ব্যাপারে কোনো বাধা নেই।’

বুধবার (১ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে মোস্তফা ফিরোজ এসব কথা জানান।

মোস্তফা ফিরোজ বলেন, ‘এখন আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। তাদের দলকে রাজনীতিতে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে।

তবে ড. ইউনূস বলছেন, তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন, কারণ তারা বৈধ ভোটার। নির্বাচনে যেহেতু একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, আওয়ামী লীগের সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন। শুধু আওয়ামী লীগের নিজস্ব প্রতীক থাকবে না। এর মানে দাঁড়ায়- এ পরিস্থিতি অনেকটা ইমরান খানের দল পিটিআইয়ের মতো।

গত নির্বাচনে পিটিআইয়ের প্রতীক নিষিদ্ধ করেছিল পাকিস্তানের নির্বাচন কমিশন। ফলে তারা দলগতভাবে অংশ নিতে পারেনি বরং সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।’

মোস্তফা ফিরোজ আরো বলেন, ‘শেখ হাসিনা বা আওয়ামী লীগ হয়তো ইমরান খানের পিটিআইয়ের মতো একটি পথের দিকে এগোতে পারে- এ সম্ভাবনার ইঙ্গিত মেলে অন্তত ড. ইউনূসের বক্তব্য থেকে। ড. ইউনূস বলেন, আওয়ামী লীগের সমর্থক আছে।’ মেহদী হাসান তাকে প্রশ্ন করেন, ‘তাদের তো বাংলাদেশে একটি বড় সমর্থক গোষ্ঠী রয়েছে, এটা কি আপনি অস্বীকার করবেন?’ উত্তরে ড. ইউনূস বলেন, ‘অবশ্যই না, তারা দীর্ঘ সময়ের একটি রাজনৈতিক দল।

এরপর মেহদী হাসান প্রশ্ন করেন, ‘আপনি হয়তো অস্বীকার করবেন না যে তাদের লাখ লাখ সমর্থক আছে?’ তখন তিনি বলেন, ‘আমি লাখ লাখ বলব না, তবে তাদের সমর্থন রয়েছে। কতজন এখন আছে, সেটা নিশ্চিতভাবে বলা যায় না।’ একই সঙ্গে তিনি আরো স্পষ্ট করেন, ‘দলটিকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।’ আওয়ামী লীগ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে- রাজনৈতিক দলটির এই চরিত্র বিবেচনা করেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নতুন বছরে কোন কোন চমক নিয়ে আসছে বলিউড Jan 02, 2026
img
কুষ্টিয়ার বড়বাজার মার্কেটে আগুন Jan 02, 2026
img
তান্যা মিত্তাল কি সত্যিই চলেন দেড়শ দেহরক্ষীর নিরাপত্তায়? Jan 02, 2026
img
রাজনীতিতে আসছেন জাইমা রহমান! Jan 02, 2026
img
রুমিন ফারহানার ৬ বছরে আয় বেড়েছে ২২ গুণের বেশি Jan 02, 2026
img
এক এনআইডির বিপরীতে অনেকগুলো মোবাইল, আতঙ্কিত না হওয়ার পরামর্শ ফয়েজ আহমেদ তৈয়্যবের Jan 02, 2026
img
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া Jan 02, 2026
img
সিডনি টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করল ইংল্যান্ড Jan 02, 2026
img
সংসদ নির্বাচন হলফনামার ১০ তথ্য প্রচারের নির্দেশ ইসির Jan 02, 2026
img
মুফতি ফয়জুল করিমের জন্য আসন ছাড়ল খেলাফত মজলিস Jan 02, 2026
img
প্রথমবার মঞ্চে একক অভিনয় করবেন চিত্রলেখা গুহ! Jan 02, 2026
img
জুলাই অভ্যুত্থানের পরে আমার ইনকাম কমেছে : হাসনাত Jan 02, 2026
img
পাবলিক প্লেসে ১০ বছরের মধ্যে বিনামূল্যে পানির ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের Jan 02, 2026
img
ভারতে মুক্তির আগে সেন্সর বোর্ড নিয়ে বিপাকে সিডনি সুইনির দৃশ্য Jan 02, 2026
img
এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করিনি : হাসনাত আব্দুল্লাহ Jan 02, 2026
img
দুঃসংবাদ দিলেন সংগীতশিল্পী তৌ‌সিফ আহমেদ Jan 02, 2026
img
রাক্ষস আন্ধারে জংলি হয়ে উঠবে: সিয়াম Jan 02, 2026
img
বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটিতে সংগীতশিল্পী মনির খান! Jan 02, 2026
img
হিয়া-ঋত্বিক-সৌম্যের ত্রিকোণ প্রেমের গল্প! Jan 02, 2026
img
বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশ এগিয়ে নিতে হবে: আমীর খসরু Jan 02, 2026