ফেনীতে দুর্গাপূজা ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে সুকল মজুমদার (৪২) নামের এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুকল মজুমদার দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের অর্জুন মজুমদারের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ফেনী মডেল থানায় নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সুকল মজুমদার দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জায়লস্কর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপালে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের গুলিতে আটজন নিহত হওয়ার ঘটনায় অর্থ জোগানদাতা হিসেবে তার নাম উঠে আসে। এ ছাড়া ২০২৩ সালে নিজ ইউনিয়নের সিলোনীয়া বাজারে বিএনপির মিছিলে হামলার নেতৃত্ব দেন তিনি। ওই হামলায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।
স্থানীয়দের দাবি, দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন সুকল মজুমদার। বিভিন্ন বৈঠক ও গোপন বৈঠকে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘দুর্গাপূজায় নাশকতার পরিকল্পনায় সুকল মজুমদারের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তবে ৫ আগস্টের পর থেকে তার বিরুদ্ধে কতগুলো মামলা করা হয়েছে, সে বিষয়ে পুলিশ নিশ্চিত নয়।’
ইউটি/টিএ