চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে বদর উদ্দীন (২৬) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বেনীপুর গ্রাম সংলগ্ন শূন্যরেখা থেকে তাকে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। বদর উদ্দীন বেনীপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
বদরের বাবা আব্দুল করিম বলেন, ‘সকালে গ্রামের লোকজনের কাছে জানতে পারি আমার ছেলেকে বিএসএফ ধরে নিয়ে গেছে। প্রথমে খবর আসে তাকে মেরে ফেলা হয়েছে। পরে জানতে পারি সে জীবিত আছে। আমরা বিজিবির কাছে আবেদন জানিয়েছি যেন তাকে দ্রুত ফিরিয়ে আনা হয়। আমার ছেলে পেশায় গরুর ব্যাপারী।’
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, ‘বুধবার সকালে বদরসহ কয়েকজন সীমান্তের তারের বেড়া কাটার চেষ্টা করছিল। এসময় বদর উদ্দীনকে বিএসএফ সদস্যরা আটক করে। বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। তাকে ফিরিয়ে আনার জন্য বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।’
আইকে/টিএ