আগে মন্দির ও সংখ্যালঘুদের ওপর হামলার পেছনে দেশি-বিদেশি অপশক্তি জড়িত ছিল বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ‘এর আগে মন্দিরে এবং সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে তার পেছনে দেশি-বিদেশি অপশক্তি জড়িত ছিল। এখন সব ধর্মের মানুষকে নিরাপদ রাখতে চেষ্টা করছে সরকার।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটু নতুন বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, গত দুবছর ধরে দুর্গাপূজার ছুটি বাড়ানো হয়েছে, যাতে সনাতনী ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে।
নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ধর্ম, বর্ণের মানুষ যাতে সমান অধিকার নিয়ে বাঁচতে পারে, অন্তর্বর্তী সরকার সেই দৃষ্টান্ত রেখে যাচ্ছে বলে মন্তব্য করেন মাহফুজ আলম।
সামনে নির্বাচন এবং নির্বাচনের পরে যারা আসবে তারাও যাতে সেই ধারাবাহিকতা বজায় রাখে বলে প্রত্যাশা তথ্য উপদেষ্টার। তিনি বলেন, ‘৫ আগস্টের পর যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে।’
ইএ/টিএ