পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি এবার ভারতীয় গণমাধ্যমের ওপর তোপ দাগালেন। তিনি বলেছেন, এশিয়া কাপ ফাইনালের ট্রফি বিতরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে যে দাবি ছড়িয়েছে, তা ‘ভিত্তিহীন’।
বুধবার (০১ অক্টোবর) সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে নাকভি জানান, দুবাইয়ে ভারত-পাকিস্তান ফাইনালের পর অনুষ্ঠিত এসিসি বৈঠকে তিনি বিসিসিআইয়ের কাছে কোনো দুঃখ প্রকাশ করেননি।
তিনি আরও বলেন, ভারতীয় মিডিয়া মিথ্যার ওপর চলে, বাস্তবতার ওপর নয়। আমি কোনো ভুল করিনি এবং কখনো বিসিসিআইর কাছে দুঃখপ্রকাশ করিনি, ভবিষ্যতেও করব না। এই সব খবর ভুয়া এবং সম্পূর্ণ ভিত্তিহীন।
নাকভি বলেন, এটা শুধু সস্তা প্রচারণা, নিজেদের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। দুর্ভাগ্যজনকভাবে ভারত রাজনীতিকে ক্রিকেটে টেনে আনছে, এতে খেলাধুলার স্পিরিটই নষ্ট হচ্ছে।
পোস্টে নাকভি জানান, এসিসি সভাপতি হিসেবে তিনি সেদিনই ট্রফি হস্তান্তর করতে প্রস্তুত ছিলেন এবং এখনও আছেন। তার ভাষ্য, যদি সত্যিই তারা ট্রফি চায়, তবে এসিসি কার্যালয়ে এসে সংগ্রহ করতে পারেন।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালে ভারতীয় দল সরাসরি নাকভির হাত থেকে ট্রফি ও পদক গ্রহণ করতে অস্বীকার করায় সমাপনী অনুষ্ঠান প্রায় এক ঘণ্টা বিলম্বিত হয় এবং শেষ পর্যন্ত ট্রফি ছাড়া অনুষ্ঠান শেষ হয়।
এমআর