আজাদ কাশ্মীরে বিক্ষোভে অন্তত ৯ জনের প্রাণহানি

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। এদিকে উত্তাল পরিস্থিতির মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর জিও নিউজের।

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

সরকারের কাঠামোগত সংস্কার ও জনগণের বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেএএসি) সাধারণ ধর্মঘটের তৃতীয় দিন বুধবার (১ অক্টোবর) সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে আজাদ কাশ্মীরের ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কার্যক্রম বন্ধ ছিল। অন্যদিকে ধীর কোট ও অন্যান্য এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। আজাদ সরকার জানিয়েছে, সংঘর্ষে তিন পুলিশ সদস্য ৯ জন নিহত এবং ১৭২ জন পুলিশ সদস্য এবং ৫০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

বুধবার আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় হাজার হাজার মানুষ। এদিকে একই দিন শান্তি মিছিল বের করে সরকারপন্থি রাজনৈতিক গোষ্ঠী মুসলিম কনফারেন্স। সেই শান্তি মিছিলটি মুজাফফরাবাদের নীলম ব্রিজের কাছাকাছি এলে আওয়ামী অ্যাকশন কমিটির কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় তাদের।

গুলাম মুস্তফা নামের এক প্রত্যক্ষ্যদর্শী জানিয়েছেন, নীলম ব্রিজ এলকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী অ্যাকশন কমিটির নেতাকর্মীরা। ন্যাশনাল কনফারেন্সের শান্তি মিছিল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু হয়।

এ সময় গুলির আঘাতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ সুধির নামের এক ক্রোকারি ব্যবসায়ী। এই ঘটনার পর ন্যাশনাল কনফারেন্স ও আওয়ামী অ্যাকশন কমিটির নেতাকর্মীদের মধ্যে দাঙ্গা শুরু হয়।

এমন পরিস্থিতিতে বিরোধী নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার-উল-হকের সাথে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেন, ‘আওয়ামি অ্যাকশন কমিটির ৯০ ভাগ দাবি ইতিমধ্যেই মেনে নেয়া হয়েছে। এই দাবিগুলো বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীরা দায়িত্ব নিয়েছেন।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এসএ টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিকের রেকর্ড গড়ল এনগিডি Jan 08, 2026
img
নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ Jan 08, 2026
নিজের আয় ও সম্পদ নিয়ে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম Jan 08, 2026
যুক্তরাষ্ট্রের হুমকিকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই মেক্সিকোকে স্টেফানি ব্রিউয়ার Jan 08, 2026
ভারতীয় পর্যটকদের জন্য ভিসা স্থগিত করল বাংলাদেশে Jan 08, 2026
ভেনেজুয়েলা ইস্যুর পর কি তাইওয়ান দখলে উদ্বুদ্ধ হবে চীন? Jan 08, 2026
img
জকসুর একমাত্র হল সংসদে ছাত্রীসংস্থার জয় Jan 08, 2026
ভাসানীর কবর জিয়ারত দিয়ে ঢাকার বাইরে সফর শুরু তারেক রহমানের Jan 08, 2026
থ্রিলার ও নারীকেন্দ্রিক গল্পে ঈদে ডাবল হিট সিনেমা Jan 08, 2026
পডকাস্টের ভুল মন্তব্যের পর ফেসবুকে ক্ষমা চাইলেন জোভান Jan 08, 2026
বন্ধুত্বের ছায়ায় কেটে গেল অক্ষয়ের সুযোগ Jan 08, 2026
পরিবার ও অর্জনের জন্য কৃতজ্ঞ ‘দেশি গার্ল’ Jan 08, 2026
নব্বইয়ের দশকের গ্যাংস্টার শাকিবের রূপ Jan 08, 2026
img
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা Jan 08, 2026
img
নতুন বছরে ৫ ঐতিহাসিক মাইলফলকের সামনে রুট Jan 08, 2026
img
বিশ্বকাপের আগে সুখবর দিলেন শাহিন আফ্রিদি Jan 08, 2026
img
জয় দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু পাকিস্তানের Jan 08, 2026
img
মাদুরোর পর এবার যুক্তরাষ্ট্রের নজরে ভেনেজুয়েলার নিরাপত্তা প্রধান! Jan 08, 2026
img
বিজয়ী হয়ে রিয়াজুলের বার্তা Jan 08, 2026
img
জকসু সম্পন্ন হচ্ছে এটাই বড়প্রাপ্তি: রাকিব Jan 08, 2026