আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল পাকিস্তানের। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ (বিবিএল) খেলতে গিয়ে হাঁটুর চোটে পড়েন দলের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। এরপর ফিরে আসেন দেশে। ডান হাঁটুর এই চোটে ঠিক কতদিনের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে সেটা নিয়েই দুশ্চিন্তা ছিল সবার। তবে বিশ্বকাপের আগে চোট নিয়ে ভালো খবর দিলেন আফ্রিদি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘনিয়ে আসায় দ্রুতই আফ্রিদির চিকিৎসা সেবা নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হাই পারফরম্যান্স সেন্টারে দ্রুত পুনর্বাসন শুরু হওয়া সবকিছু ভালোভাবেই এগোচ্ছে। ২৫ বছর বয়সী বাঁহাতি এই পেসার আশা করছেন আগামী সপ্তাহ থেকেই আবার বোলিংয়ে ফিরবেন।
লাহোর কালান্দার্সের ট্যালেন্ট হান্ট ইভেন্টে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আফ্রিদি নিজের চোট নিয়ে কথা বলেন। এর আগেও একবার হাঁটুর চোটে পড়েছিলেন তিনি। তবে এবার হাঁটুর এই চোট আগের মতো গুরুতর নয় বলে জানান আফ্রিদি, ‘আমার পুনর্বাসন চলছে, পিসিবি মেডিকেল টিম দেখাশোনা করছে। আমি জিম করছি এবং ব্যাটিং অনুশীলন করছি। আগামী সপ্তাহ থেকে বোলিং শুরু করব।’
আফ্রিদি আরও যোগ করেন, ‘এবারের চোট আগের মতো গুরুতর নয়। হাড়ে সামান্য ফোলাভাব আছে। এমআরআই রিপোর্ট খুব উদ্বেগজনক ছিল না, তাই এটা এক মাস নেবে না, সম্ভবত এক সপ্তাহের মতো সময় লাগবে।’
এর আগে ২০২২ সালে শ্রীলঙ্কায় একটি টেস্ট ম্যাচে ফিল্ডিং করার সময় ‘পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট’ চোট পান। এই চোটে প্রায় ছয় মাস মাঠের বাইরে ছিলেন পাকিস্তানি তারকা পেসার। সেই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অংশও খেলতে পারেননি। পরে পাকিস্তানের দলের শেষপর্যায়ের খেলায় ফিরলেও, ফাইনালে গুরুত্বপূর্ণ মুহূর্তে আবার চোট পান।
বিগ ব্যাশে এবার ব্রিসবেন হিটের হয়ে আফ্রিদি চারটি ম্যাচ খেলেছেন। যেখানে প্রতি ওভারে ১১.১৯ রান খরচ করে মাত্র দুই উইকেট নিয়েছেন। তবে দেশের হয়ে তিনি ভালো ছন্দেই ছিলেন।গত বছর পাকিস্তানের বোলারদের মধ্যে স্পিনার মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদ-এর পর তিনি কুড়ি ওভারের সংস্করণে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন।
আফ্রিদির দল বর্তমানে শ্রীলঙ্কায় আছে। বিশ্বকাপের আগে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ মাঠে নেমেছে পাকিস্তান। ভারত-শ্রীলঙ্কার হতে যাওয়া এবারের বিশ্বকাপের আগে শেষ মূহুর্তের প্রস্তুতি হিসেবে দুই দলের জন্য এটি গুরুত্বপূর্ণ সিরিজ।
এসএস/টিএ