‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে নৌযান আটক করাকে ‘গুরুতর অপরাধ’ আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেন, এ পদক্ষেপ বিশ্বব্যাপী গাজাবাসীর দুর্ভোগ লাঘবে যে সংহতি গড়ে উঠেছে, তার প্রতি অবমাননা।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
রামাফোসা অবিলম্বে দক্ষিণ আফ্রিকান নাগরিকদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নাতি এনকোসি জুয়েলিভেলি ম্যান্ডেলা।
তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে, এ ফ্লোটিলার বহনকৃত জীবনরক্ষাকারী সহায়তা যেন গাজার জনগণের কাছে পৌঁছানো হয়। এ ফ্লোটিলা ইসরায়েলের সঙ্গে সংঘাত নয়, বরং গাজার সঙ্গে সংহতির প্রতীক।’
প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘আমার চিন্তা-ভাবনা সকল আটক কর্মী ও তাদের পরিবারের সঙ্গে রয়েছে। আমরা আশা করি, ইসরায়েল দ্রুত এই মানবাধিকারকর্মীদের মুক্তি দেবে, কারণ এ ধরনের অপহরণ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার কোনো কাজে আসে না।’
ইএ/টিকে