‘স্যার ক্রিক’ নিয়ে পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশে রাজনাথ বলেছেন, ‘পাকিস্তান যদি স্যর ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে, তবে এমন জবাব দেয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে।’
প্রসঙ্গত, স্যার ক্রিক ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। খালটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটিভাবে পৃথক করেছে। স্যার ক্রিক আরব সাগরে পতিত হয়েছে। এর মূল নাম ছিল বন গঙ্গা এবং ঔপনিবেশিক আমলে একজন ব্রিটিশ কর্মকর্তার নামানুসারে এর নামকরণ করা হয়েছিল স্যার ক্রিক।
এদিকে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে।
তিনি মন্তব্য করেন,
১৯৬৫ সালের যুদ্ধে ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাই পাকিস্তানের মনে রাখা উচিত - করাচি পৌঁছনোর রাস্তা স্যার ক্রিক দিয়েও যায়।
৯৬ কিলোমিটার দীর্ঘ এই স্যার ক্রিক ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে।
রাজনাথ সিং বলেন, ‘স্বাধীনতার ৭৮ বছর পরও স্যার ক্রিক সমস্যার সমাধান হয়নি। ভারত একাধিকবার আলোচনায় বসতে চাইলেও পাকিস্তান বারবার ভিন্ন অভিসন্ধি দেখিয়েছে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় পাকিস্তানের সেনা পরিকাঠামো বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত।’
রাজনাথ এদিন ‘অপারেশন সিঁদুর’ নিয়েও কথা বলেন। জানান, সন্ত্রাসবাদ দমনই ছিল ভারতের মূল উদ্দেশ্য, যুদ্ধ শুরু করা নয়।
তার দাবি, ‘পাকিস্তান লেহ থেকে স্যার ক্রিক পর্যন্ত ভারতের প্রতিরক্ষা শক্তি ভাঙার চেষ্টা করলে, ভারতীয় সেনা পাল্টা হামলায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অক্ষম করে দেয়।’
রাজনাথের ভাষ্য, ‘এই অভিযানের মাধ্যমে ভারত প্রমাণ করেছে, দেশের বাহিনী যেকোনো পরিস্থিতিতে পাকিস্তানের বড় ক্ষতি করতে সক্ষম।’
সূত্র: এনডিটিভি, দ্য ওয়াল
ইএ/টিকে