কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মিঠু খানের ‘নীলচক্র’। তবে কাঙ্ক্ষিত সাড়া জাগাতে পারেনি ছবিটি। এবার এ ছবির গন্তব্য উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। ১০ অক্টোবর দেশ দুটিতে মুক্তি পাবে ‘নীলচক্র’, পরিবেশনায় বায়স্কোপ ফিল্মস।
সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকোসহ বেশ কয়েকটি শহরে দেখা যাবে ছবিটি। এর আগে অর্ধশতাধিক বাংলা ছবি উত্তর আমেরিকায় মুক্তি দিয়েছে এ প্রতিষ্ঠান।
অত্যাধুনিক প্রযুক্তি এবং এর ভেতর লুকিয়ে থাকা ফাঁদ নিয়ে ‘নীলচক্র’-এর গল্প। ছবির চিত্রনাট্য লিখেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা।
এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।
ইউটি/টিএ