চলতি বছরের শেষের দিকে ভারত সফর করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এ আলোচনা বেশ কয়েক মাস ধরেই চলছে। এবার নয়াদিল্লি সফরের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (২ অক্টোবর) এক অনুষ্ঠানে তিনি বলেন, ডিসেম্বরের শুরুতে ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
সোচিতে রুশ থিংক ট্যাংক ভলদাই ডিসকাশন ক্লাবের বার্ষিক অধিবেশনে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে পুতিন বলেন, ভারতের সঙ্গে বাড়তে থাকা বাণিজ্য ঘাটতি সমাধান করতে চায় মস্কো।
তিনি বলেন,
আমি ডিসেম্বরের শুরুতে নয়াদিল্লি সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আমার প্রিয় বন্ধু, আমাদের বিশ্বস্ত অংশীদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকের অপেক্ষায় আছি।
পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ বি কে শর্মার এক প্রশ্নের জবাবে পুতিন জানান, ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি মোকাবিলায় কৌশল প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
একই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে পুতিন তাকে ‘ভারসাম্যপূর্ণ এবং জ্ঞানী নেতা’ হিসেবে অভিহিত করেন। তিনি জোর দিয়ে বলেন, মস্কো এবং নয়াদিল্লির মধ্যে ‘বিশেষ’ সম্পর্ক রয়েছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি সম্পূর্ণ অর্থনৈতিক বিষয়। এর কোনো রাজনৈতিক দিক নেই... ভারত যদি আমাদের জ্বালানি সরবরাহ প্রত্যাখ্যান করে, তবে নিশ্চিতভাবে তারা ক্ষতির মুখে পড়বে। অনুমান ভিন্ন, কেউ কেউ বলেন যে এটি প্রায় ৯-১০ বিলিয়ান মার্কিন ডলারের বাণিজ্য হতে পারে।’
পুতিন বলেন, ‘ভারতের মতো দেশটির জনগণ নেতৃত্বের নেয়া সিদ্ধান্তগুলো সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। ভারতীয় জনগণ কখনো কোনো অপমান সহ্য করবে না। আমি প্রধানমন্ত্রী মোদিকে যতটা জানি, তিনিও এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না।’
আইকে/টিকে