চলতি বছরের শুরুতে যশ রাজ ফিল্মসের ইউনিভার্সের সিনেমা ‘ওয়ার ২’ নিয়ে পর্দায় হাজির হয়েছিলেন হৃত্বিক রোশন। ছবিটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে থাকলেও মুক্তির পর সেভাবে দর্শকের মন কাড়তে পারেনি। আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হয়েছে। বক্স অফিস আয়েও খুব একটা সুবিধা করতে পারেনি।
সিনেমাটি মুক্তির পর তা নিয়ে কথা বলতে দেখা যায়নি এর অভিনেতা হৃত্বিক রোশনকে। অবশেষে ছবিটি নিয়ে প্রথমবার মুখ খুললেন তিনি।
ইনস্টাগ্রামে ছবির শুটিংয়ের বেশ কিছু মুহূর্ত শেয়ার করে একটি পোস্ট করেন হৃত্বিক রোশন। অভিনেতা লিখেছেন, ‘কবির চরিত্রে অভিনয় করাটা ভীষণই আনন্দের অভিজ্ঞতা ছিল।
চরিত্রটাকে খুব ভালো করে চিনতে পেরেছি। অবশেষে এমন একটা সিনেমা করতে পারলাম যা অন্য অনেক সিনেমার মতো। সহজভাবে অভিনয় করতে পেরেছি। অভিনেতার চরিত্রে অভিনয় করো।
নিজের সেরাটা দিয়ে কাজ করো এবং বাড়ি ফিরে এসো। ঠিক সেটাই হয়েছিল।’
এরপর পরিচালকের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘পরিচালকও আমার খুব ভালো যত্ন নিয়েছিলেন। সেটে তিনি একেবারে অন্যরকম। সবকিছুই খুব নিখুঁত মনে হয়েছে।
যেন এমনটাই হওয়ার কথা ছিল। বার বার বুঝিয়ে দেওয়া হয়েছে অন্য কোনো চিন্তা নেই। শুধু আমার নিজের কাজটা ঠিকঠাক করতে হবে। অবশ্যই আমিও সেটাই চেষ্টা করেছি।’
যদিও বক্স অফিসে ছবির আয় নিয়ে কোনো কথা বলেননি হৃত্বিক। তবে তার পোস্ট বলছে বিষয়টিকে অত্যন্ত সহজভাবেই নিয়েছেন অভিনেতা। সবশেষে তিনি লিখেছেন, ‘প্রতিটি ছবিই যন্ত্রণা, ট্রমা এবং সত্যের জন্য অনুসন্ধান করলে হবে না। আপনারাও শান্ত থাকুন।’
উল্লেখ্য, অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমাতে হৃত্বিক রোশন ছাড়া আরো অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি প্রমুখ।
আইকে/টিকে