মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে চলে এসেছে তুষার অমরিশ গোয়েলের নতুন ছবি ‘দ্য তাজ স্টোরি’। ছবিতে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি প্রকাশিত পোস্টারকে ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
পোস্টারে লেখা ছিল- “যদি তোমার শেখানো সবকিছুই মিথ্যা হয়? সত্য শুধু লুকানো নয়; তা বিচারাধীন।” এর সঙ্গে দেখা যায়, তাজমহলের গম্বুজ থেকে ভেসে উঠছে এক শিবমূর্তি। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
অনেকে অভিযোগ তুলেছেন, ছবিটি প্রচারের স্বার্থে ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে এবং একধরনের রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়াচ্ছে। প্রবল ট্রলের মুখে নির্মাতারা এক্স-এ (সাবেক টুইটার) ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, ছবির সঙ্গে ধর্মীয় কোনো দাবি জড়িত নয়, বরং এটি ইতিহাসের ভিন্ন দৃষ্টিভঙ্গির উপস্থাপন। তাদের অনুরোধ- সম্পূর্ণ ছবি না দেখে আগেভাগে কোনো রায় না দিতে।
তবে দর্শকদের প্রতিক্রিয়া এখনো দ্বিধাবিভক্ত। একদল মনে করছেন সাহসী গল্প বলার প্রয়াস এটি, অন্যদিকে অনেকে একে সরাসরি রাজনৈতিক স্বার্থে তৈরি প্রচারচিত্র হিসেবে দেখছেন। সামাজিক মাধ্যমে ‘প্রোপাগান্ডা মুভি’ শব্দটি এখন ঘুরপাক খাচ্ছে। সমালোচনার পাশাপাশি একটি প্রশ্নও ঘুরছে- সিনেমা কি ক্রমেই রাজনৈতিক টানাপোড়েনের ক্রীড়নক হয়ে উঠছে?
আগামী ৩১ অক্টোবর ২০২৫-এ মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য তাজ স্টোরি’। তবে এখন দেখার বিষয়, ছবির মূল কাহিনি বিতর্ক পেরিয়ে দর্শকের মন ছুঁতে পারে কিনা, নাকি মুক্তির আগের এই তীব্র সমালোচনার ছায়াই ছবির ভাগ্য নির্ধারণ করবে।
কেএন/টিএ