ফিলিস্তিনের গাজামুখী মানবিক ত্রাণবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে ইসরায়েলের বাধা দেওয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার স্পেনজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনার রাস্তায় হাজার হাজার মানুষ এই প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেয়, যেখানে তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানায়।
বার্সেলোনার বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদকারীরা শহরের কেন্দ্রীয় প্লাজা দে লেস দ্রাসানেসে একত্রিত হন। বার্সেলোনার পৌর পুলিশ বাহিনী (গার্ডিয়া আরবানা) নিশ্চিত করেছে যে, এই বিক্ষোভে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নিয়েছিল।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে ‘গাজা, তুমি একা নও’, ‘ইসরায়েল বয়কট করো’ এবং ‘ফিলিস্তিনের স্বাধীনতা’-সহ বিভিন্ন স্লোগান দেয়।
বার্সেলোনার পাশাপাশি স্পেনের রাজধানী মাদ্রিদে প্রায় ১০ হাজার মানুষ একই ধরনের বিক্ষোভে অংশ নেয় বলে স্থানীয় কর্মকর্তারা জানান। বৃহস্পতিবার রাতে বিলবাও, সেভিল এবং ভ্যালেন্সিয়া-সহ অন্যান্য স্প্যানিশ শহরেও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
বার্সেলোনার মিছিলটি যখন একটি মহাসড়কের প্রবেশ পথে পৌঁছায়, তখন দাঙ্গা পুলিশ জনতাকে আটকাতে বাধা সৃষ্টি করে। স্প্যানিশ পাবলিক টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, কিছু বিক্ষোভকারী বাধা টপকে ওঠার চেষ্টা করলে কর্মকর্তারা লাঠিচার্জ করে পাল্টা আক্রমণ চালায়, যার ফলে সামনের সারির প্রতিবাদকারীরা পিছু হটতে বাধ্য হয়।
উল্লেখ্য, এই প্রতিবাদের কেন্দ্রবিন্দু ছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’, যেখানে প্রায় ৪৫টি জাহাজে রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীরা ছিলেন। তারা গত মাসে বার্সেলোনা থেকে যাত্রা শুরু করেছিল গাজার অবরোধ চ্যালেঞ্জ করতে, যেখানে জাতিসংঘ জানিয়েছে যে প্রায় দুই বছরের যুদ্ধের পর দুর্ভিক্ষ চলছে।
আইকে/টিএ