ব্যর্থতার বৃত্ত থেকেই কিছুতেই বেরোতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক সময়ে তারা একাধিক আইসিসি ইভেন্টে খেলতেই পারেনি। এর বাইরে দ্বিপাক্ষিক সিরিজে একের পর এক ব্যর্থতার চিত্র তাদের আষ্টেপৃষ্ঠে বেধে ফেলেছে। ভারত সফরের আগে নেপালের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার ভারতের কাছে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে মাত্র আড়াই দিনে।
আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে সফরকারী ক্যারিবীয়রা প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে যায়। এরপর তিন ব্যাটারের সেঞ্চুরিতে ভারত ৫ উইকেটে ৪৪৮ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। তাদের লিড দাঁড়ায় ২৮৬ রানের। দ্বিতীয় ইনিংসে সেই রানও করতে পারেনি রোস্টন চেজের দল। এবার ১৪৬ রানে অলআউট হয়ে ১৪০ রান ও ইনিংস ব্যবধানে হার নিশ্চিত করল উইন্ডিজরা।
এ নিয়ে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ১৭টি টেস্টই ইনিংস ব্যবধানে জয়-পরাজয়ের নজির দেখা গেল। যেখানে এগিয়ে ক্যারিবীয়রা। ৯ বার তারা ভারতকে ইনিংস ব্যবধানে টেস্টে হারিয়েছে। যদিও ক্যারিবীয়দের সেই সোনালী সময় এখন অতীত। ২১ শতাব্দীতে ৮ বার তাদের ইনিংস ব্যবধানে হারিয়েছে ভারত। এ ছাড়া নিজেদের শেষ ১৫ ইনিংসে কেবল দু’বার দলীয় সংগ্রহ ২০০ পেরোতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সদ্য সমাপ্ত ম্যাচেও তারা সেই সীমা অতিক্রম করতে পারেনি।
এদিকে, ভারতের ম্যাচ জয়ের নায়ক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ভারত একবারই ব্যাটিং করেছে ম্যাচটিতে। তাদের হয়ে তিন সেঞ্চুরিয়ানের একজন জাদেজা। ১৭৬ বলে ৬ চার ও ৫ ছক্কায় তিনি ১০৪ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও, দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পেয়েছেন জাদেজা। যা তাকে টেস্টে ১১তম বার ম্যাচসেরার পুরস্কার এনে দিয়েছে। এর মধ্যে ১০ বারই ঘরের মাটিতে। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। নিজেদের মাঠে ৫০ টেস্ট খেলে ১০ বার ম্যান অব দ্য ম্যাচ হলেন জাদেজা।
তবে সবমিলিয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বাধিক ম্যাচসেরা হওয়ার রেকর্ড এখনও কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দখলে। ২০০ টেস্ট খেলা এই ব্যাটার ম্যাচসেরা হন ১৪ টেস্টে।
যৌথভাবে ১১ বার করে ওই কীর্তি রয়েছে জাদেজা ও রাহুল দ্রাবিড়ের। ঘরের মাটিতে শচীন ম্যাচসেরা হন ৮ বার।
ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান করেছেন তরুণ ব্যাটার অলিক আথানাজে। এ ছাড়া জাস্টিন গ্রিভসের ২৫ ও জেইডেন সিলসের ২২ রান বাদে আর কেউই বলার মতো রান পাননি। ফলে প্রথম টেস্টের মাত্র আড়াই দিন শেষ হওয়ার আগেই ১৪৬ রানে অলআউট হয়েছে সফরকারীরা। জাদেজার ৪টি ছাড়াও ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ৩ (দুই ইনিংস মিলিয়ে ৮) ও কুলদীপ যাদব ২ উইকেট শিকার করেছেন।
এমকে/টিকে