‘গুরু’ আর কৃষক: এক ফ্রেমে দুই জীবনের মিলন

জেমসকে নিয়ে অনেক কথাই এখনো অজানা। তবে মাঝে মধ্যে শুনলে এই সময়ের অনেকের কাছেই বিস্ময় লাগে। এই যেমন জেমস মঞ্চে পারফর্ম করছেন গলায় গামছা। কিন্তু এই গামছা কেন নিলেন? এর পেছনে পাওয়া গেল একজন মাটির মানুষ জেমসের গল্প। আরো পাওয়া গেল জেমসের পথের বাপই বাপরে মনা, পথের মা-ই মা গানের উৎস্থল।

সম্প্রতি এসব গল্প শুনিয়েছেন আলোকচিত্রশিল্পী নজরুল সৈয়দ।

জেমসের জন্মদিন স্মরণে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘সাভারের অরুণাপল্লীতে আমার নিজের বাড়ির সমপর্যায়ে একটা বোনের বাড়ি আছে; যেখানে যখন খুশি গিয়ে দিনমান ল্যাটাতে পারি, গান শুনতে আর সিনেমা দেখতে পারি, কফিতে চুমুক দিতে দিতে আড্ডাতে পারি। এই অরুণাপল্লীর উল্টোদিকের খোলা জায়গাটায় খুব বিখ্যাত একটা দারুণ গান তৈরির ইতিহাস আছে, এটা সম্ভবত অরুণাপল্লীর বাসিন্দারাও জানে না।



গান তৈরির নেপথ্যে একটি ম্যাগাজিনের প্রচ্ছদের ছবি তোলা, এমনটাই জানিয়ে এই আলোকচিত্রশিল্পী বলেন, ‘‘বছর ত্রিশেক আগে, ১৯৯৬ সাল। জেল থেকে বলছি, পালাবে কোথায়, প্রিয় আকাশি, ভালবাসার যৌথ খামার ইত্যাদি গেয়ে রকস্টার জেমস ততদিনে গুরু হয়ে উঠছেন। হয়ে উঠছেন ‘নগর বাউল’ তকমায় নতুন ক্রেজ। আনন্দভুবন নামে তখন দারুণ স্মার্ট এক বিনোদন পত্রিকা ছিল।

মেজাজই আলাদা, অন্য কোনও সিনে ম্যাগাজিনের সঙ্গে মেলানোই যায় না। এর আগে বাংলাদেশের কোনও বিনোদান ম্যাগাজিন বোধহয় ভাবতে পারেনি সিনেমার নায়িকা ছাড়া একটা ‘ব্যাটাছেলে’র ছবি দিয়ে প্রচ্ছদ করা যেতে পারে, আনন্দভুবন ভেবেছিল। প্রথমবারের মতো জেমস ভাইয়ের ছবি ছাপা হয়েছিলো কোনো বিনোদন ম্যাগাজিনের প্রচ্ছদে, ঈদসংখ্যায়ও।’

জেমসের গলায় গামছা আসার গল্প প্রসঙ্গে তিনি বলেন, তো সেই ছবি তুলতেই আনন্দভুবন টিম গিয়েছিল সাভারে। অরুণাপল্লীর গেটের উল্টোদিকের ধূ ধূ মাঠে ছবি তোলার প্রস্তুতি চলছে।

স্থানীয় এক কৃষক আসিরুদ্দিন মন্ডল একটা গামছায় করে গুড় আর মুড়ি নিয়ে এলেন, জেমস ভাইকে খেতে দিলেন। গুড় আর মুড়ি খেতে খেতে জমে উঠলো দুজনের আলাপ। বেশ মারফতি আলাপ। সেই আলাপের এক পর্যায়ে আসিরুদ্দিন মন্ডল বললেন ‘এই পথই আমাগো বাপ, পথই আমগো মা’।  আড্ডার শেষে নিজের চাদরের বিনিময়ে মন্ডল সাহেবের গামছাটা নিয়ে নিলেন জেমস ভাই। তারপর থেকে দীর্ঘ অনেক বছর তাঁর পোশাকের অন্যতম অনুসঙ্গ হয়ে ছিলো গামছা।’’

আলোকচিত্রশিল্পী নজরুল সৈয়দ বলেন, ‘‘ফটোসেশন শেষে ঢাকায় ফেরত। কিন্তু মাথার মধ্যে রয়ে গেলো কৃষক আসিরুদ্দিন মন্ডলের বলা সেই কথাটা ‘পথই আমগো বাপ, পথই আমগো মা’। সেই কথাটা একসময় তুলে দিলেন গীতিকার আনন্দর মাথায়। ধীরে ধীরে সেটা গান হয়ে উঠলো। দুবছর পর ’লেইস ফিতা লেইস’ অ্যালবামে আত্মপ্রকাশ করলো ‘পথের বাপই বাপ রে মনা পথের মাই মা, এই পথের মাঝেই খুঁজে পাবি আপন ঠিকানা। পথের দুখই দুখ রে মনা পথের সুখই সুখ, পথের ভীড়েই খুঁজে পাবি অচিন প্রিয় মুখ।’ এরপর? ইতিহাস... ’’

এই ছবির নেপথ্যের নায়কের কথা জানিয়ে নজরুল বলেন, ‘সেদিনের সেই ঐতিহাসিক ছবি এটা। আসিরুদ্দিন মন্ডল আর জেমস ভাই পরস্পর আলিঙ্গনাবদ্ধ। ছবিটি তুলেছিলেন আমার অত্যন্ত প্রিয় তানভির ভাই। জেমস ভাইয়ের সঙ্গে পরে একাধিক ফটোসেশনে আমি ছিলাম, তাঁর বাড়িতে আর সাউন্ডগার্ডেনে অসংখ্য আড্ডায় ছিলাম। কিন্তু দুঃখ একটাই, এই ফটোসেশনটাতে আমি ছিলাম না। তানভির ভাই, টিঙ্কু ভাই, আদিত্যদা, তুয়া আপাদের কাছে শুধু গল্পই শুনেছি।’

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা পেল দুঃসংবাদ Oct 05, 2025
img
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪২ Oct 05, 2025
img
জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় ঐকমত্য না হলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য : মঞ্জু Oct 05, 2025
img
ওএসডিতে থাকা ৬৯ উপসচিবকে পদায়ন Oct 05, 2025
img
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইমন গ্রেপ্তার Oct 05, 2025
img
জীবনটা আসলে আয়নার মতো, আয়নায় আমি ভেংচি কাটলে আয়নাও ভেংচি কাটবে : জাহিদ হাসান Oct 05, 2025
img
অন্তর্বর্তী সরকারের সময়েই জুলাই সনদের আইনি ভিত্তি চায় এনসিপি Oct 05, 2025
ভালো বন্ধু যেভাবে নির্বাচন করবেন | ইসলামিক টিপস Oct 05, 2025
img
সচিবালয় দিয়েই একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের যাত্রা শুরু: পরিবেশ উপদেষ্টা Oct 05, 2025
৫০ টাকায় থাকা যায় যে হোটেলে! Oct 05, 2025
"হাসিনা শুধু মেট্রোরেল আর উড়াল সেতুর গালগপ্পো শুনিয়েছে" Oct 05, 2025
গাজীপুর‑১: দলীয় সমর্থন চাইলেন হুমায়ুন কবির খান Oct 05, 2025
চট্টগ্রামে ব্যানার ফেস্টুন সরিয়ে নিচ্ছেন চসিক মেয়র Oct 05, 2025
img
এবার ‘সূর্য দেবী’ রূপে ধরা দিলেন অভিনেত্রী রুনা খান Oct 05, 2025
img
বগুড়ায় বজ্রপাতে গৃহবধূর প্রাণহানি Oct 05, 2025
img
তামিমদের বয়কট ও ক্লাবগুলোর হুমকি নিয়ে মুখ খুললেন বুলবুল Oct 05, 2025
img
দেশের ৩ বিভাগে ২৪ ঘণ্টার মধ্যে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস Oct 05, 2025
img
ধানমন্ডিতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ Oct 05, 2025
img
'কোরআন অবমাননার' অভিযোগে নর্থ সাউথ শিক্ষার্থী অপূর্ব কারাগারে Oct 05, 2025
img
সমাজে শান্তি ফিরিয়ে আনতে কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানাল জামায়াতে আমির Oct 05, 2025