বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে প্রায় ৩৬ কোটি টাকা সমমূল্যের শেয়ার উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
তাকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির শেয়ার উপহার দেওয়া হবে।
রোববার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।
তথ্য অনুযায়ী, ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে উপহার হিসেবে ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে গিফট হিসেবে এ শেয়ার দেওয়া হবে।
রোববার ঢাকা ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৬০ পয়সা। এ হিসাবে ৩ কোটি ১৩ লাখ শেয়ারের দাম দাঁড়ায় ৩৫ কোটি ৯৬ লাখ টাকা।
প্রসঙ্গত, আফরোজা আব্বাস ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। তার স্বামী মির্জা আব্বাস ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও সাবেক উপদেষ্টা। তবে ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদে মির্জা আব্বাস ও তার স্ত্রী নেই।
২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ঢাকা ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৫৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। যার বিপরীতে ব্যাংকটির শেয়ার সংখ্যা ১০৫ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৩৪৯টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৪০ দশমিক ৯৮ শতাংশ।
এমকে/টিকে