ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (৫ অক্টোবর) রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের রাতে এক কীর্তি গড়েছেন সিটির বস পেপ গার্দিওলা।
ব্রেন্টফোর্ড ও সিটির ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন হলান্ড। নরওয়েজিয়ান এই তারকার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এই জয়ে সব প্রতিযোগিতা মিলে টানা সাত ম্যাচ অপরাজিত রইল সিটিজেনরা।
এদিকে প্রিমিয়ার লিগে এর আগে মাত্র দুইটি মাঠে গোল করতে পারেননি হলান্ড। একটি ব্রেন্টফোর্ডের মাঠ আর আরেকটি লিভারপুলের অ্যানফিল্ড। রোববার একটি আক্ষেপ ঘুচল তার।
পেপ গার্দিওলাও এই ম্যাচে গড়েছেন দারুণ এক কীর্তি। প্রিমিয়ার লিগে তার ২৫০তম জয় এটি। সবচেয়ে কম ম্যাচে (৩৪৯) এই মাইলফলক ছুঁয়েছেন স্প্যানিশ কোচ। ভেঙে দিলেন স্যার অ্যালেক্স ফার্গুসনের রেকর্ড (৪০৪ ম্যাচ)।
এবি/টিকে