দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী ধীরে ধীরে ভারতীয় চলচ্চিত্রে শক্তিশালী ও সম্মানিত এক নাম হিসেবে জায়গা করে নিচ্ছেন। গ্ল্যামার নয়, বরং গল্পনির্ভর চরিত্র বেছে নেওয়াই তাকে আলাদা করেছে সমসাময়িক নায়িকাদের ভিড় থেকে। সহজাত অভিনয়, মায়াবী হাসি ও চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার ক্ষমতা তাকে এনে দিয়েছে কোটি দর্শকের ভালোবাসা।
‘থানডেল’-এর সাফল্যের পর এবার বলিউডে পা রাখতে চলেছেন সাই পল্লবী। পরিচালক নিতেশ তিওয়ারির মহাকাব্যভিত্তিক ছবি ‘রামায়ণ’-এ তিনি রূপ দিচ্ছেন সীতা চরিত্রে, বিপরীতে রাম চরিত্রে থাকছেন রণবীর কাপুর। শুরু থেকেই এই জুটিকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
খবরে জানা গেছে, ‘রামায়ণ’ ছবির জন্য সাই পল্লবী পারিশ্রমিক পাচ্ছেন প্রায় ২০ কোটি রুপি। এর ফলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। বর্তমানে তার প্রতি ছবির পারিশ্রমিক প্রায় ১৩ কোটি রুপি, যেখানে শীর্ষে রয়েছেন নয়নতারা, যিনি নেন প্রায় ১৫ কোটি রুপি।
দক্ষিণের গণ্ডি পেরিয়ে এখন সারা ভারতের দর্শকের কাছেই সাই পল্লবী এক পরিচিত মুখ। তার জনপ্রিয়তা আর অভিনয়গুণ মিলিয়ে তিনি হয়ে উঠেছেন নারী শিল্পীদের নতুন দৃষ্টান্ত। বলিউডে ‘রামায়ণ’ মুক্তির পর তার অবস্থান আরও উঁচুতে উঠবে বলে মনে করছেন অনেকে।
সাই পল্লবীর যাত্রা শুধু তারকা হয়ে ওঠার গল্প নয়, বরং এক নতুন চলচ্চিত্রযুগের প্রতিচ্ছবি—যেখানে নারী অভিনয়শিল্পীরা নিজেদের দক্ষতা ও সততার মাধ্যমে পুনর্লিখছেন সাফল্যের সংজ্ঞা।
আইকে/টিকে