মধ্য প্রাচ্যের খনিজ এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অন্যমত ধনী দেশ সৌদি আরব। মুসলিম দেশটির সাথে বাংলাদেশের মিল আছে ধর্মীয়, রাজনৈতিক এবং সাংস্কৃতিক। বাংলাদেশর প্রবাসী আয়ের বৃহৎ উৎস সৌদি আরব, যেখান কাজ করে প্রায় ২০ লাখ শ্রমিক।
মঙ্গলবার (৭ অক্টোবর) সৌদি আরব-বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ উপলক্ষে প্রথমবারের মতো সৌদি আরব-বাংলাদেশ সামিটে অংশ নিয়েছে দেশি সিটি গ্রুপসহ আরও ২৪টি প্রতিষ্ঠান। যেখানে তারা তুলে ধরেন তাদের পণ্য।
এসময় অনুষ্ঠিত এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বিদ্যমান কিছু বাঁধা দূর করলে বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক সৌদি আরব যেতে পারে। এসময় বিভিন্ন খাত উল্লেখ করে সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান গভর্নর।
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৌদি গমনেচ্ছুক বাংলাদেশি শ্রমিকদের দক্ষ করতে আরও বেশি সহায়তা করতে হবে সৌদি আরবকে। বাংলাদেশের শেয়ার মার্কেট খুবই ছোট উল্লেখ করে সেটিকে বড় করার জন্য সৌদি আরবকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান আমীর খসরু।
এসএস/টিকে