চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়া দুই দলই গৌহাটির এই ম্যাচে নামছে আত্মবিশ্বাস নিয়ে। ফলে লড়াইটি হতে যাচ্ছে সমানে সমান প্রতিদ্বন্দ্বিতার। মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
এমন ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।
টস হেরে শুরুতে ব্যাট করবে নিগার সুলতানা জ্যোতির দল।
পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটে বড় জয় পেয়েছে ইংল্যান্ড।
২০২২ সালের বিশ্বকাপ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মুখোমুখি হওয়ার সুযোগ হয়নি। তাই আজকের ম্যাচটি নিগার জ্যোতির দলের জন্য এক বিরল ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। ভালোভাবে টুর্নামেন্ট শুরু করলে আত্মবিশ্বাস বেড়ে যায়, যা বাকি ম্যাচগুলোতেও ভালো করতে সাহায্য করে। আমাদের বিশ্লেষক দল থেকে আমরা অনেক তথ্য পেয়েছি। আমরা নাম দেখে নয়, নিজেদের সেরা খেলাটা খেলতে চাই।
তিনি আরও যোগ করেন, এই মঞ্চেই নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে, যাতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো ভবিষ্যতে আমাদের সঙ্গে খেলতে আগ্রহী হয়।
যেভাবে দেখবেন ম্যাচটি, বাংলাদেশে, সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। ভারতে: দেখা যাবে জিওস্টার ও তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম জিওহটস্টার-এ। টিভিতে: ম্যাচ সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ (শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ): স্টার স্পোর্টস ও জিওস্টারের মাধ্যমে দেখা যাবে ম্যাচটি।
গৌহাটিতে শুরু হতে যাওয়া এই ম্যাচে চোখ থাকবে নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, রুমানা আহমেদ ও সালমা খাতুনদের ওপর ইংলিশদের বিপক্ষে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে
নেমেছে বাংলাদেশ।
টিজে/টিকে