সোশ্যাল মিডিয়া সবসময়ই সরব অভিনেত্রী জয়া আহসান। কখনও কমলা রঙের গাউনে, কখনও নীল শাড়িতে, আবার কখনও সকালের শারীরিক ব্যায়াম বা ইয়াগার দৃশ্যে ধরা দেন নেট দুনিয়ায়। দুই বাংলার তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়ে ‘ভক্তদের’ আগ্রহের শেষ নেই। নেটিজেনরাও যেন তার সোশ্যাল মিডিয়ায় ফ্যাশন সেন্স ও গ্ল্যামার দেখার অপেক্ষায় থাকেন।
বরাবরের মতো এবারও তার ব্যতিক্রম নয়; নতুন ফ্যাশন আর গ্ল্যামারের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিলেন অভিনেত্রী। একবারেই ভিন্ন আউটফিটে। গাউন ও শেরওয়ানির সংমিশ্রণে নতুন এক পোশাকে!
মঙ্গলবার (৭ অক্টোবর) নিজের ব্যক্তিগত ফেসবুকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার নতুন আউটফিটে তিনটি ছবি শেয়ার করেছেন। জুড়ে দিয়েছেন মার্কিন লেখক টমাস মার্টনের একটি উক্তি ‘শিল্প আমাদের একই সাথে নিজেদের খুঁজে পেতে এবং হারিয়ে যেতে সাহায্য করে।’
সামাজিক মাধ্যমে ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে কমেন্টস ও লাইক করে নেটিজেনরা তাদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। জয়া আহসান শুধু অভিনেত্রী হিসেবে জনপ্রিয় নন, তার স্টাইল ও ফ্যাশন সেন্সও দর্শকদের কাছে সমান সমাদৃত।
পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে— কালো পোশাকটির বুকে সোনালি কারুকাজ করা। পিছনে ডিজাইন করা হয়েছে সাদা পুঁথির লহরী দিয়ে। যা জয়ার খোলা পিঠে নান্দনিক লুক দিয়েছে। বাঁকা সিঁথি কেটে খোপা করেছেন। হালকা মেকআপে কানে পরেছেন স্টোনের কাজ করা ঝোলানো দুল।
ডিভাইনে উঠে পিছন ফিরে কোমর বেঁকিয়ে দিয়েছেন ছবির পোজ।তার এই সাজ অনেকটা শৈল্পিক ও আভিজাত্যের লুক দিয়েছে।
পোশাকটি বানিয়েছে রাসনীলা নামে একটা পোশাক ব্র্যান্ড। নতুন এই আউটফিটটি জয়াও বেশ পছন্দ করেছেন। এটা নিয়ে তিনি লেখেন, ‘ধন্যবাদ রাসনীলা, গাউন ও শেরওয়ানির সংমিশ্রণে আমাকে কল্পনা করার জন্য। এটি ভালো লেগেছে।’
প্রিয় অভিনেত্রার এই লুক দেখে এক নেটিজেন লিখেছেন, এটা আভিজাত্য আর শিল্পের প্রতীক। অন্য আরেক নেটিজেন লিখেছেন, মোহনীয়।প্রশংসার পাশাপাশি কটাক্ষের শিকার হয়েছেন জয়া।
সম্প্রতি ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় মুক্তি পেয়েছে ‘ফেরেশতা’ সিনেমাটি। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে করোনা-বন্দী আনন্দ-বিষাদের সিনেমা 'জয়া আর শারমিন' সিনেমাটি। এই সিনেমাটি চলতি বছরের মে-তে থিয়েটারে মুক্তি পেয়েছিল। অন্যদিকে কলকাতায় বেশ কয়েটি প্রজেক্ট নিয়ে ব্যস্ততা যাচ্ছে জয়া আহসানের।
এমআর