রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভবিষ্যৎ গড়ার জন্য জাতিগুলোকে তাদের নিজস্ব ঐতিহাসিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতার পাশাপাশি একটি সার্বভৌম বিশ্বদৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করতে হবে। মস্কোতে অনুষ্ঠিত ‘ইনভেন্টিং দ্য ফিউচার’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সিম্পোজিয়ামের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে লিখিত বক্তৃতায় তিনি এ কথা বলেন।
৭ থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিত এই ইভেন্টটিতে প্রায় ৮০টি দেশ থেকে ৭ হাজারের বেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, মানবজাতির ভবিষ্যৎ নিয়ে উন্মুক্ত ও সৃজনশীল আলোচনা সরকারগুলোকে উদীয়মান চ্যালেঞ্জগুলোর যথাযথ জবাব দিতে সাহায্য করে।
পুতিন আরও বলেন, এত গভীর এবং বাস্তব আলোচনার সিদ্ধান্ত ও ফলাফল অত্যন্ত মূল্যবান।
তিনি দৃঢ়তার সাথে বলেন, আমি নিশ্চিত যে, আমাদের অবশ্যই একটি সার্বভৌম বিশ্বদৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে আমাদের নিজস্ব ভবিষ্যৎ তৈরি করতে হবে।
রাশিয়ার প্রেসিডেন্টের উদ্যোগে আয়োজিত এই সিম্পোজিয়ামে প্রায় ৫০টি ইভেন্ট রয়েছে, যা তিনটি ভাগে বিভক্ত: সমাজ, প্রযুক্তি এবং বৈশ্বিক সহযোগিতা। এই ফোরামে রাশিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ইতালি ছাড়াও আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ২০০ জনেরও বেশি বক্তা থাকবেন। তারা জনমিতির চ্যালেঞ্জ থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ অনুসন্ধান বিষয়ে বিস্তৃত আলোচনা করবেন।
সিম্পোজিয়ামের প্রথম দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ভবিষ্যৎ এবং এর কেবল একটি নির্দিষ্ট পেশাদার সরঞ্জাম না হয়ে সরকার ও বেসরকারি কোম্পানি উভয়ের জন্য একটি বৈশ্বিক অবকাঠামো এবং বাস্তবতার নতুন "ভাষা" হওয়ার সম্ভাবনা নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার অন্য একটি প্যানেল আলোচনায় ২০৬৩ সাল পর্যন্ত আগামী দশকগুলোতে রাশিয়া এবং আফ্রিকার মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোকপাত করা হয়। মস্কো এই মহাদেশের সাথে তার সম্পর্ক জোরদার করতে আগ্রহী। এটি আফ্রিকান দেশগুলোর সাথে সক্রিয়ভাবে প্রযুক্তি ভাগ করে নেওয়ার পাশাপাশি এই মহাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে এবং আঞ্চলিক অভিনেতাদের সার্বভৌমত্বকে সমর্থন করতে এবং আন্তর্জাতিক সম্পর্কে আরও ন্যায্য পদ্ধতির জন্য অবদান রাখতে চাইছে।
সূত্র: আরটি
এমকে/টিকে