মালয়েশিয়ার বিরুদ্ধে বিদেশে জন্ম নেয়া ফুটবল খেলোয়াড়দের নাগরিকত্ব নথি জাল করার অভিযোগ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। এর ফলে সাতজন বিদেশে জন্ম নেয়া খেলোয়াড়কে জাতীয় দলের হয়ে খেলতে দেয়া সম্ভব হয়েছে।
সেপ্টেম্বরের শেষের দিকে ওই খেলোয়াড়দের জরিমানা এবং নিষিদ্ধ করে ফিফা। সোমবার (৬ অক্টোবর) একটি রিপোর্ট প্রকাশ করে এমন পদক্ষেপের ন্যায্যতা ব্যাখ্যা করেছে ফিফা।
ফিফা জানিয়েছে, মালয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (এফএএম) জন্মসনদ জাল করেছে যাতে দেখায় যে খেলোয়াড়দের দাদা-দাদি মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেছেন। ফিফা বলেছে, এটি ‘পরিপূর্ণভাবে প্রতারণার একটি রূপ’।
অভিযুক্ত ফুটবলাররা হলেন গাব্রিয়েল ফেলিপে আরোচা, ফাকুন্দো তমাস গার্সেস, রদ্রিগো হুলিয়ান হোলগাদো, ইমোনাল হাভিয়ের মাচুচা, হোয়াও ভিতোর ব্রান্দাও ফিগেইরেদো, জন ইরাসাবাল ইরাউরগি এবং হেক্তর আলেহান্দ্রো হেভেল সেরানো।
তবে মালয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন দাবি করেছে, এই সমস্যা ‘প্রশাসনিক ত্রুটির’ কারণে সৃষ্টি হয়েছে এবং তারা ফিফার জরিমানার বিরুদ্ধে আপিল করবে। তারা আরও বলেছে যে, অভিযুক্ত খেলোয়াড়রা সম্পূর্ণভাবে ‘বৈধ মালয়েশিয়ান নাগরিক’।
সূত্র: বিবিসি স্পোর্টস।
এমকে/টিকে