দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ অক্টোবর) মূল্য সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। তবে এদিন বেলা ১২টা পর্যন্ত যেকটি শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার চেয়ে বেশি সংখ্যকের দাম বেড়েছে। এই সময়ে এক্সচেঞ্জটির লেনদেন হয়েছে ৩০৭ টাকার বেশি।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে এক হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ২ হাজার ৬৪ পয়েন্ট হয়েছে।
প্রথম দুই ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮১টির। বিপরীতে কমেছে ১৫০টির। আর ৬৫টির দর অপরিবর্তিত ছিল।
বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে মোট ৩০৭ কোটি ৪২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আজ প্রথম দুই ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম দুই ঘণ্টায় সবগুলো সূচক কমেছে। এর মধ্যে সিএএসপিআই সূচক ৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৯ পয়েন্ট হয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ১ পয়েন্ট কমে ৯ হাজার ২৬৬ পয়েন্টে নেমেছে।
এসময় পর্যন্ত সিএসইতে মোট ১০০টি প্রতিষ্ঠানের সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৩৮টির, আর ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। প্রথম দুই ঘণ্টায় এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এমকে/টিকে