১১ জনের সবাই যেন ভালো খেলে, সেটাই আমাদের লক্ষ্য : মিরাজ

ক্রিকেটে ‘ওয়ান ম্যান আর্মি’ শব্দটা খুবই পরিচিত। যখন পুরো দল ব্যর্থ, তখন একাই জ্বলে ওঠেন কোনো খেলোয়াড়, টেনে তোলেন দলকে জয়ের পথে। কিন্তু এমন একক নৈপুণ্যে সব সময় ম্যাচ জেতা যায় না -এ কথাই মনে করিয়ে দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ক্রিকেটে ‘ওয়ান ম্যান আর্মি’ বলতে সবার আগে মনে পড়ে ২০১৯ সালের বিশ্বকাপের কথা। ৬০৬ রান আর ১১ উইকেট নিয়ে সাকিব আল হাসান ছিলেন যেন একাই পুরো দল। কিন্তু তার সেই অসাধারণ পারফরম্যান্সও বাংলাদেশকে সেমিফাইনালে তুলতে পারেনি, কারণ সতীর্থদের কাছ থেকে পাননি যথেষ্ট সহায়তা।

এই বাস্তবতা মাথায় রেখেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে মিরাজ বলেন,‘দু-একজনের ওপর নির্ভর করে সিরিজ জেতা সম্ভব নয়। সবাইকে পারফর্ম করতে হবে। এটা দলগত খেলা -১১ জনের সবাই যেন ভালো খেলে, সেটাই আমাদের লক্ষ্য।’

আগস্ট-সেপ্টেম্বরে নেদারল্যান্ডস সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর পর ফিরেছেন সাইফ হাসান। ফেরার পর রানের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। এশিয়া কাপে শ্রীলঙ্কা-ভারতের বিপক্ষে ফিফটি করেছেন। শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে তাণ্ডব চালিয়েছেন। ৩৮ বলে ৭ ছক্কা ও ২ চারে ৬৪ রান করে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি সাইফের। মিরাজের মতে সাইফের মতো ক্রিকেটার ওয়ানডে সিরিজে সুযোগ পাওয়া বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ। সাইফের প্রশংসায় পঞ্চমুখ মিরাজ বলেন, ‘কিছু নতুন ক্রিকেটার আছে যেমন সাইফ হাসান। সে যেভাবে এশিয়া কাপে খেলেছে, আফগানিস্তান সিরিজ, তাতে ওয়ানডে দলে আসাটা অবশ্যই ভালো কিছু। কয়েকজন ক্রিকেটার রান করতে মরিয়া হয়ে আছে। সেটা হলে দলের জন্য ভালো হবে।’

ওয়ানডেতে সর্বশেষ বাংলাদেশ খেলেছে এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। সর্বসাকল্যে এ বছর বাংলাদেশ খেলেছে ৫ ওয়ানডে। জিতেছে শুধু ১ ম্যাচ। হেরেছে ৪ ম্যাচ। তার চেয়েও বড় কথা বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেই শুধু এ বছর পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পেরেছে। ব্যাটাররা কতটা ধুঁকছেন, তা আরেকটি পরিসংখ্যানের মাধ্যমে স্পষ্ট। জাকের আলী অনিক (২১৫), তাওহীদ হৃদয় (২১০) ছাড়া বাংলাদেশের আর কেউ এ বছর ওয়ানডেতে ২০০ রান করতে পারেননি।

আবুধাবিতে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে। আফগান সিরিজকে মিরাজ তাই ‘পাখির চোখ’ করেছেন। প্রথম ওয়ানডের আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের জন্য প্রতিটি ম্যাচই জরুরি। এই সিরিজ আরও বেশি জরুরি। ওয়ানডেতে টানা ম্যাচ খুব বেশি খেলা হয়নি। অনেক দিন বিরতি দিয়ে খেলা হয়েছে। এ জন্য হয়তো সংগ্রাম করছি। ব্যাটাররা পরিকল্পনা করছি কীভাবে ৫০ ওভার খেলা যায়। কীভাবে ইনিংস তৈরি করতে হবে, সেটা নিয়ে মিডল ওভারে মিডল অর্ডার, টপ অর্ডার ব্যাটাররা কাজ করছি। এই সিরিজটা দিয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।’

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের তিনটিই হবে আবুধাবিতে। ১১ ও ১৪ অক্টোবর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। শেষ দুই ম্যাচও বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী Oct 08, 2025
img
১২ অক্টোবর ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা Oct 08, 2025
img
সাবের হোসেনের বাসায় রাষ্ট্রদূতদের যাওয়া স্বাভাবিক ঘটনা: পররাষ্ট্র উপদেষ্টা Oct 08, 2025
img
বাংলাদেশে ৩ দিনের সফরে যুক্তরাষ্ট্রের নৌজাহাজ Oct 08, 2025
img
শারমান যোশীর সঙ্গে সিনেমায় থাকছেন না তিশা Oct 08, 2025
img
আলোকচিত্র শিল্পী শহিদুল আলমকে আটকের ঘটনায় জামায়াতের নিন্দা Oct 08, 2025
img
পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে: প্রধান উপদেষ্টা Oct 08, 2025
img
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ জনের, হাসপাতালে ভর্তি ৭০০ Oct 08, 2025
img

চাকসু নির্বাচন

ছাত্রশিবিরের ৩৩ দফা ইশতেহার ঘোষণা Oct 08, 2025
img
ঘূর্ণিঝড়কে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে চীন Oct 08, 2025
img
র‍্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে সাইফ, এগিয়েছেন নাসুমও Oct 08, 2025
img
পিএসএলে দুই নতুন দল যুক্ত হতে পারে, পরিকল্পনা পিসিবির Oct 08, 2025
img
মহাসড়ক পরিদর্শনে গিয়ে যানজটে আটকা উপদেষ্টা, সারজিস আলমের মন্তব্য Oct 08, 2025
img
শারমান যোশির বিপরীতে দেখা যাবে না তিশাকে Oct 08, 2025
img
স্ত্রী-ছেলেসহ সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের ৫৬ ব্যাংক হিসাব জব্দ Oct 08, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক Oct 08, 2025
img
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। Oct 08, 2025
img
কেন সম্ভাবনাময় তরুণদের কেউ সঠিক পরামর্শ দেয়নি, প্রশ্ন গোলাম মাওলা রনির Oct 08, 2025
img
‘আমি কোনো এক্সিট খুঁজছি না, বাকিটা জীবনও বাংলাদেশে কাটিয়ে যাব’ Oct 08, 2025
img
আগে মুরগির ফার্মের মালিকও টিভির লাইসেন্স পেয়েছে : আবুল কালাম আজাদ মজুমদার Oct 08, 2025