গত জুনে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এই সাফল্যের এক মাস পর অনূরধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে অনূর্ধ্ব-২০ নারী দলও। এবার একই মিশনে নামছে অনূর্ধ্ব-১৭ দলও। বাছাই পর্বে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে আমিরাতে প্রীতি ম্যাচ খেলছে অনূর্ধ্ব-১৭ দল, যার প্রথমটিতে দারুণ জয় পেয়েছে মেয়েরা।
মঙ্গলবার (৭ অক্টোবর) আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে সিরিয়াকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। আরব আমিরাত ফুটবল ফেডারেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে বাংলাদেশ দুই অর্ধে গোল দুটি করে।
নারী দলের মিডিয়া অফিসারের দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের দুটি গোলই করেছেন আলপী আক্তার। ম্যাচের আয়োজক আরব আমিরাত ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ না করায় বাফুফে গোলদাতা ও গোলের সময়ের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেনি।
আগামীকাল (৯ অক্টোবর) স্বাগতিক আমিরাতের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলবে বাংলাদেশের মেয়েরা। চলতি বছর মার্চে বাংলাদেশ সিনিয়র মেয়েরা আমিরাতে দুটি ম্যাচ খেলেছিল। সেই দুই ম্যাচেই হেরেছিল বাঘিনীরা।
এবি/টিকে