ডোনাল্ড ট্রাম্প চাইলেও হয়ত তার হাতে শান্তিতে নোবেল পুরষ্কারটি উঠেছে না!

এ বছর শুরু হয়েছে নোবেল শান্তি পুরস্কার প্রদান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেও হয়ত তার হাতে শান্তিতে নোবেল পুরষ্কারটি উঠেছে না। তবে এই বছর কার হাতে উঠতে যাচ্ছে নোবেল শান্তি পুরস্কার? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে শুক্রবার সকাল ১১টায় (বাংলাদেশের দুপুর ৩টা)। এ দিন নরওয়ের অসলোতে অবস্থিত নোবেল কমিটি ঘোষণা করবে কার হাতে উঠতে যাচ্ছে নোবেল শান্তি পুরস্কার।

১৯৪৬ সাল থেকে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয় যেই বিশ্বব্যাপী সশস্ত্র সংঘাতের তথ্য সংগ্রহ করছে, তখন থেকে ২০২৪ সালে বিশ্বের সশস্ত্র সংঘাতের সংখ্যা সর্বোচ্চ। ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি ‘আটটি সংঘাত’ মিটিয়ে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের যোগ্য। তবে বিশেষজ্ঞরা মতে, অন্তত এই বছর নোবেল কমিটি তার নাম বাছাই করবে না।
এএফপিকে আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ সুইডিশ অধ্যাপক পিটার ওয়ালেনস্টিন বলেন, ‘না, এই বছর ট্রাম্প পাবেন না।

’তিনি আরো বলেন, ‘কিন্তু হয়তো আগামী বছর? ততক্ষণে তার নানা উদ্যোগ, বিশেষ করে গাজা সংকট নিয়ে থাকা অশান্তি শান্ত হয়ে যাবে।’
অসলোর শান্তি গবেষণা ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগার বলেন, ‘গাজার জন্য শান্তি স্থাপনের চেষ্টা ছাড়াও আমরা এমন নীতিগুলো দেখেছি, যা নোবেলের ইচ্ছার বিরোধী।’ গ্রেগারের মতে, ট্রাম্পের অনেক কর্মই নোবেল শান্তি পুরস্কারের আদর্শের সঙ্গে সামঞ্জস্যহীন।

ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সংস্থা ও বহু পক্ষীয় চুক্তি থেকে প্রত্যাহার করেছেন। এমনকি মিত্র ও শত্রু উভয়ের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন। ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড জোরপূর্বক নিতে চেয়েছিলেন, ন্যাশনাল গার্ডকে মার্কিন শহরগুলোতে পাঠানোর আদেশ দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে আক্রমণ করেছেন।

পুরস্কার প্রদানকারী পাঁচ সদস্যের কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রাইডনেস বলেন, ‘আমরা পুরো বিষয়টা বিবেচনায় নিয়ে থাকি। কোন ব্যক্তির পুরো সংগঠন বা ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা প্রধানত দেখি তারা শান্তির জন্য কী অর্জন করেছে।’

এই বছর ৩৩৮ জন ব্যক্তি ও সংগঠন নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, যার তালিকা ৫০ বছর ধরেই গোপন রাখা হয়। বিশ্বের বহু আইনপ্রণেতা, মন্ত্রিসভা সদস্য, পুরানো পুরস্কারজয়ী, নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নোবেল কমিটির সদস্যরা প্রার্থীদের প্রস্তাব দিতে পারেন।

২০২৪ সালে পুরস্কার দেওয়া হয়েছিল জাপানের পারমাণবিক বোমায় বেঁচে থাকা গোষ্ঠী নিহোন হিদানকো কে, যারা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের জন্য কাজ করেন। যদিও এই বছর স্পষ্ট কোন প্রার্থীর নাম নেই, তবে অসলোতে কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে।

এ ক্ষেত্রে সুদানের যুদ্ধ ও ক্ষুধার মধ্যে থাকা মানুষের জন্য খাবার ও সাহায্য পৌঁছে দেওয়ার জন্য প্রাণপণ কাজ করা স্বেচ্ছাসেবকদের একটি নেটওয়ার্ক উল্লেখযোগ্য। পাশাপাশি রাশিয়ার ক্রেমলিন সমালোচক আলেক্সেই নাভালনির বিধবা ইউলিয়া নাভালনাইয়া ও ডেমোক্র্যাটিক ইন্সটিটিউশনস অ্যান্ড হিউম্যান রাইটসের নির্বাচন নিরীক্ষক সংস্থাটিও আলোচনায় রয়েছে।

নরওয়ের আন্তর্জাতিক বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক হালভার্ড লেইরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে নোবেল কমিটি শান্তির ক্লাসিক্যাল ধারণার দিকে ফিরে এসেছে। যেখানে মানবাধিকার, গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নারীর অধিকারকে গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, ‘আমার ধারণা হয়তো খুব বিতর্কিত নন এই বছর এমন কেউ পাবেন।’

নোবেল কমিটি ট্রাম্পের চ্যালেঞ্জের মুখে থাকা বর্তমান বিশ্বব্যবস্থার প্রতি তাদের অঙ্গীকার আবারও প্রমাণ করতে পারে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পুরস্কার দিয়ে অথবা জাতিসংঘের শরণার্থী সংস্থা উএনএইচসিআর কিংবা ফিলিস্তিনের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএকে পুরস্কার দিতে পারে।

আন্তর্জাতিক আদালত অথবা সাংবাদিকতা ও প্রকাশনার স্বাধীনতার পক্ষে কাজ করা কমিটি ‘টু প্রোটেক্ট জার্নালিস্টস’ বা ‘রিপোর্টার্স উইথআউট বর্ডারস’ পেতে পারে পুরস্কার। আবার কমিটি সম্পূর্ণ অপ্রত্যাশিত বিজয়ীকেও বেছে নিতে পারে।

সূত্র : এএফপি

Share this news on:

সর্বশেষ

img
কুড়িগ্রামে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চেষ্টা , বিএনপি নেতাসহ ১১ জন আটক Jan 09, 2026
img
রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করল হোবার্ট Jan 09, 2026
img
৩৫০ ভরি স্বর্ণ ছিনতাই, ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার, মূল আসামিসহ গ্রেপ্তার ৬ Jan 09, 2026
img
কেন অভিনয় ছাড়লেন প্রসূন আজাদ, নিজেই ব্যাখ্যা করলেন অভিনেত্রী Jan 09, 2026
img
ব্যক্তিগত জীবনের গোপনীয়তা নিয়ে মুখ খুললেন ঋতাভরী Jan 09, 2026
img
বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা : নজরুল ইসলাম Jan 09, 2026
img

বিগব্যাশ

বাংলায় উইকেট চাইলেন ওয়েড, প্রতিশ্রুতি রাখলেন রিশাদ Jan 09, 2026
img
ক্ষমা চাইবেন না বিসিবি পরিচালক নাজমুল Jan 09, 2026
img
ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কথা বললেও ভিন্ন খাতে নেওয়া হচ্ছে: কোয়াব সভাপতি Jan 09, 2026
img
মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প Jan 09, 2026
img
বিক্ষোভের মুখে পিছু হটবে না ইরান: আয়াতুল্লাহ আলি খামেনি Jan 09, 2026
img
হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু হলো ক্রিকেটারের Jan 09, 2026
img
শক্তিশালী নারীরা বিবাহযোগ্যা নয়, পুরুষ পছন্দ করে অসহায় মহিলা: নীনা গুপ্তা Jan 09, 2026
img
প্রায় ৫ কোটি রুপি কর পরিশোধ করলেন রাশমিকা মান্দানা Jan 09, 2026
img
হাসনাত-মঞ্জুরুলের মনোনয়ন বাতিল নিয়ে পাল্টাপাল্টি আপিল Jan 09, 2026
img
অভিনেতা অভিমন্যুর বাড়িতে দুর্ধর্ষ চুরি Jan 09, 2026
img
পটিয়ায় জামায়াত প্রার্থী ফরিদুলের ৪ কোটি ৮০ লাখ টাকার সম্পদ Jan 09, 2026
img
অনুমতি ছাড়া গুরবাজের রুমে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট Jan 09, 2026
img
এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সৌন্দর্য বৃদ্ধির কাজ করবে ডিএনসিসি Jan 09, 2026
img
‘ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন’-ফের তামিমকে নিয়ে পোস্ট বিসিবি পরিচালকের Jan 09, 2026