জানা গেল শহিদুল আলমসহ আটক অধিকারকর্মীদের অবস্থান

ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হয়েছে শহিদুল আলম সহ গাজাগামী জাহাজবহর থেকে আটক অধিকারকর্মীদের। দখলদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় এ তথ্য।

বিবৃতিতে বলা হয়, বুধবার গাজা উপকূলে পৌঁছানোর আগেই, আন্তর্জাতিক জলসীমাতে আটকে দেয়া হয় ফ্লোটিলার ৮টি জাহাজ। সেই সঙ্গে দেড়শো স্বেচ্ছাসেবীদের আটক করে ইসরায়েলি নৌবাহিনী। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন বলে দাবি করে তেলআবিব। দ্রুত তাদের ফিরিয়ে দেয়া হবে নিজ দেশে।

এই নৌবহরের 'কনশানস' নামের একটি জাহাজে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রি ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। বর্তমানে আটক অবস্থায় অন্যান্য অধিকারকর্মীদের সঙ্গে ইসরায়েলে আছেন তিনি।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) আয়োজিত নয়টি জাহাজের বহরটি দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করেছিল। একটি বড় জাহাজে প্রায় ১০০ জন এবং বাকি আটটি ছোট নৌযানে আরও ৫০ জন কর্মী ছিলেন। আয়োজকদের দাবি, অন্তত দুইজন ইসরায়েলি নাগরিকও এই নৌবহরে ছিলেন।

বুধবার ভোরে গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে ভূমধ্যসাগরে ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ ইউনিট শায়েতেত ১৩ এবং অন্যান্য বাহিনী দ্রুত অভিযান চালিয়ে নয়টি জাহাজের নিয়ন্ত্রণ নেয়। “কনশানস” নামের ৬৮ মিটার দীর্ঘ যাত্রীবাহী জাহাজে নামার জন্য কমান্ডোরা হেলিকপ্টার থেকে রশি বেয়ে নামেন।

ফ্লোটিলা সংগঠকরা এক বিবৃতিতে অভিযোগ করেছেন, “আমাদের জাহাজে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে এবং আমাদের আটটি নৌযান অবৈধভাবে আটক ও ছিনতাই করা হয়েছে।”

এফএফসি জানায়, “বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকদের আটক করে অজানা স্থানে নিয়ে যাওয়া হয়েছে।”

তাদের দাবি, নৌবহরটি ১ লাখ ১০ হাজার ডলারের বেশি মূল্যের ওষুধ, রেসপিরেটরি সরঞ্জাম ও পুষ্টি সহায়তা বহন করছিল, যা গাজার হাসপাতালগুলোর জন্য পাঠানো হচ্ছিল।

এদিকে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একে “সমুদ্র ডাকাতির শামিল এবং আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন” বলে আখ্যা দেয়।

তুরস্ক জানায়, নৌবহরে তুর্কি নাগরিক ও সংসদ সদস্যরাও ছিলেন। দেশটি বলেছে, “গণহত্যাকারী ইসরায়েলি সরকার শান্তিপূর্ণ উদ্যোগগুলোকেও আক্রমণ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে।”

তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান আরও বলেন, “গত দুই বছরে ইসরায়েল হিটলারের চেয়েও ভয়াবহ গণহত্যা চালিয়েছে।”

এর আগের সপ্তাহে গাজামুখী ৪০টিরও বেশি নৌকা আটক করে ইসরায়েল, যাতে ৪৫০ জনেরও বেশি কর্মী ছিলেন।

ইসরায়েল পূর্বেও গাজাগামী জাহাজে হামলা চালিয়েছে, ত্রাণ সামগ্রী জব্দ করেছে এবং কর্মীদের আটক করে পরে বহিষ্কার করেছে।

প্রায় ২৪ লাখ মানুষের বসবাসের গাজা উপত্যকায় ১৮ বছর ধরে ইসরায়েল অবরোধ বজায় রেখেছে। মার্চ মাসে তারা সীমান্ত বন্ধ করে খাদ্য ও ওষুধ প্রবেশে বাধা দিয়ে অবরোধ আরও কঠোর করে, যার ফলে অঞ্চলটি দুর্ভিক্ষে পতিত হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৬৭ হাজার ১০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। অব্যাহত বোমাবর্ষণে অঞ্চলটি এখন কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
উইকেট শিকারে হেরাথের রেকর্ড স্পর্শ তাইজুলের Nov 23, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ৬ টন আলু জব্দ Nov 23, 2025
img
মনগড়া মতবাদে গড়া সমাজ শান্তি-সম্মান দিতে পারবে না : জামায়াত আমির Nov 23, 2025
img
হাসপাতালের পথে বেগম খালেদা জিয়া Nov 23, 2025
img
বিশ্বকাপে চাইনিজ তাইপের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের, অবসরের ঘোষণা অধিনায়কের Nov 23, 2025
img
আমার বুকটা আবার খালি হয়ে গেল : ওমর সানী Nov 23, 2025
img
শাহজাহান চৌধুরীর বক্তব্য সমর্থন করে না জামায়াত Nov 23, 2025
img
বান্দরবানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য আটক Nov 23, 2025
img
মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে : মাহফুজ আলম Nov 23, 2025
img
ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি Nov 23, 2025
img
গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন স্থানে ৯০ বারের বেশি ভূমিকম্প Nov 23, 2025
img
ওমরাহ পালনে যাচ্ছেন খল অভিনেতা কমল পাটেকর Nov 23, 2025
img
দলে ফিরলেন সাইফউদ্দিন, অভিষেকের অপেক্ষায় অঙ্কন Nov 23, 2025
img
প্রভাসের নতুন সিনেমা ‘স্পিরিট’-এর শুটিং শুরু Nov 23, 2025
img
নারী নির্যাতনের অভিযোগে মুফতি কাসেমী গ্রেপ্তার Nov 23, 2025
img
ইমাম-খতিবদের বেতন-ভাতা জাতীয় বেতন স্কেলে দেওয়ার আহ্বান Nov 23, 2025
img
ইতালিয়ান ফুটবলের পতনের জন্য রাজনীতিবিদদের দুষলেন কিংবদন্তি গোলরক্ষক বুফন Nov 23, 2025
img
সোশ্যাল মিডিয়ায় রাম চরণের ‘চিকিরি চিকরির’ ঝড় Nov 23, 2025
img
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক Nov 23, 2025
img
সুযোগ পেয়ে বার্সেলোনার তীব্র সমালোচনা করেন রিয়ালের প্রেসিডেন্ট Nov 23, 2025