বছর খানেক ধরে বলিপাড়ায় ভাই-ভাইয়ের কোন্দল নিয়ে চর্চা চলছে। ফয়জল খান, যিনি স্বয়ং আমির খানের ভাই, একের পর এক বিস্ফোরক অভিযোগ নিয়ে সামনে এসেছেন। পরিবারের মানসিক অত্যাচার, বিবাহবহির্ভূত সম্পর্ক, এমনকি অবৈধ সন্তানের দাবিও তিনি তুলেছেন। যদিও এসবের সময় মুখে চুপ ছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান, এবার তিনি প্রথমবার সংবাদমাধ্যমের সামনে নিজেই মুখ খুললেন।
আমির জানান, এই পরিস্থিতি তাঁর জন্য দুঃখজনক হলেও মেনে নেওয়াই উচিত। তিনি বলেন, “আপনি গোটা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারবেন, কিন্তু নিজের পরিবারের সদস্যের সঙ্গে কীভাবে লড়বেন?” এই মন্তব্যে স্পষ্ট হয়ে যায়, নিজের রক্তের সঙ্গেও জটিল সম্পর্ক সামলানো কতটা কঠিন।
ফয়জলের অভিযোগ ছিল, তিনি একসময় ‘স্কিৎজোফ্রেনিয়া’র রোগি আখ্যা দিয়ে একবছর ঘরবন্দি রাখা হয়েছিল। মোবাইল কেড়ে নেওয়া, বাড়ির বাইরে পা রাখার অনুমতি না দেওয়া এবং দেহরক্ষীর উপস্থিতি-সবই তাঁর উপর অত্যাচারের অংশ ছিল। এই সব বিষয় নিয়ে দীর্ঘদিন চুপ ছিলেন আমির। তবে তিনি এবার জানিয়েছেন, প্রতিটি পদক্ষেপই পরিবারের সম্মিলিত মত ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া হয়েছিল। এটা ফয়জলের মানসিক সুস্থতার স্বার্থেই করা হয়েছিল।
পরিবারের পক্ষ থেকে আগেও স্পষ্ট করা হয়েছিল, ফয়জলের মন্তব্য বিভ্রান্তিকর এবং কষ্টদায়ক। তবে এতদিন প্রকাশ্যে না আনা হয়েছিল, যাতে এই বিষয়টি ‘গসিপে’ পরিণত না হয়। এবার আমির মুখ খুলায় কোন্দল এবং অভিযোগের জটিলতা নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
এভাবে খোলা মনে এবং সংযমের সঙ্গে মুখ খুললেন বলিউডের প্রাক্তন সুপারস্টার। নিজের ভাইয়ের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগের পরেও তিনি পরিবার, দায়িত্ব ও আত্মসম্মানের সীমারেখা বজায় রেখেছেন।
আরপি/টিকে