গ্যাসের কথা ভুলে যান, বাসা-বাড়িতে আর নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, বর্তমানে যতটুকু গ্যাস মজুদ আছে, তা শুধু শিল্প ও কলকারখানায় সরবরাহ করা হবে। বাসাবাড়ির জন্য আর কোনো গ্যাস সংযোগ দেওয়া হবে না। সবাইকে সিলিন্ডার গ্যাস ব্যবহারে অভ্যস্ত হতে হবে।
বুধবার (৮ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ফাওজুল কবির খান বলেন, সবাই এখন রাস্তা চায়। কারও এক লেন আছে, সে দুই লেন চায়; কারো দুই লেন আছে, সে চার লেন চায়। কিন্তু এভাবে রাস্তা বাড়াতে থাকলে বাসাবাড়ি, শিল্পকারখানা কিংবা এমনকি কবরস্থান তৈরির জায়গাও থাকবে না। তাই আমাদের বিকল্প ভাবতে হবে ট্রেনসহ অন্যান্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করতে হবে, তাহলেই সড়কে চাপ কমবে।
ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের বিষয়ে তিনি বলেন, যানজটের মূল কারণ ট্রাফিকের শৃঙ্খলার অভাব। ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক থাকলে মানুষের ভোগান্তি অনেক কমে যাবে। আমি ঢাকায় ফিরে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব, যেন এখানে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা যায়। তিনি আরও জানান, বর্তমানে প্রকল্প এলাকার সাইট অফিসে ১২ জন কর্মকর্তা সার্বক্ষণিক অবস্থান করবেন এবং কাজের অগ্রগতি তদারকি করবেন। তারা ঢাকায় বসে কাজ করতে পারবেন না। কেউ দায়িত্বে অবহেলা করলে সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করা হবে।
সরাইল বিশ্বরোড এলাকায় নতুন একটি ফ্লাইওভার নির্মাণ নিয়েও তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসনে সরাইল বিশ্বরোড এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা চলছে। খুব শিগগিরই এর বাস্তবায়ন শুরু হবে।
পরিদর্শনের সময় নিজেই তীব্র যানজটে আটকা পড়েন মুহাম্মদ ফাওজুল কবির খান। সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটি থেকে সরাইলের বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা হলে বাহাদুরপুর এলাকায় তার গাড়িবহর দীর্ঘ যানজটে আটকা পড়ে। পরে তিনি হেঁটে এবং মোটরসাইকেলে চড়ে সরাইল বিশ্বরোড এলাকায় পৌঁছান দুপুর ১টার দিকে। এর আগে তিনি ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে এসে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৌঁছান এবং হোটেল উজানভাটিতে কিছু সময় অবস্থান করেন।