এবার ইউরোপের দেশ স্পেনের পার্লামেন্টে পাশ হলো ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আইন। বুধবার (৮ অক্টোবর) এ সিদ্ধান্তে আসেন স্পেনের আইনপ্রণেতারা। সংসদে অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে ভোট পড়ে ১৭৮ টি আর বিপক্ষে ১৬৯ টি।
এই পদক্ষেপের মধ্য দিয়ে ২০২৩ সাল থেকে কার্যত অস্ত্র নিষেধাজ্ঞাটি আইনি রূপ দিলো দেশটি। গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলী অভিযানের বরাবরই তীব্র সমালোচনা করে আসছিলেন স্পেনিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইসরায়েলের উপর চাপ বাড়াতে এই আইনি নিষেধাজ্ঞা। শুধু অস্ত্রই নয়, ইসরায়েলি সামরিক সরঞ্জামবাহী বিমান- জাহাজ আর স্পেনের বন্দর ও আকশসীমায়ও।
এর আগে, গত ২৩ সেপ্টেম্বর গাজা উপত্যকায় ‘গণহত্যা ঠেকাতে’ দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দেয় দেশটি।
নিষেধাজ্ঞার আওতায় স্পেন কোনো সামরিক সরঞ্জাম, দ্বৈত-ব্যবহারের সামরিক পণ্য এবং প্রযুক্তি পাঠাবে না ইসরায়েলে। এছাড়া স্পেনও এ ধরনের কোনো পণ্য বা প্রযুক্তি আমদানি করবে না। আর সামরিক কাজে ব্যবহৃত হতে পারে এমন বিমানের জ্বালানির অনুরোধও আটকে দেয়া হবে। সেইসাথে, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলো থেকে আসা পণ্য আমদানি এবং সেগুলোর বিজ্ঞাপন প্রচারেও নিষেধাজ্ঞা দেয় স্পেন সরকার।
কেএন/টিকে