কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য, সংসদের সাবেক হুইপ জননেতা শাহজাহান চৌধুরী বলেছেন, আজকাল শুনতে পাচ্ছি দাড়িপাল্লায় ভোট দিলে ইসলাম কায়েম হবে, জান্নাত নিশ্চিত হবে। এটা খুবই দুঃখজনক ও বিভ্রান্তিকর। ইসলাম কোন চিহ্নের ওপর প্রতিষ্ঠিত হয় না। ইসলাম কায়েম হয় ইনসাফ, সদাচরণ ও ন্যায়নীতির ভিত্তিতে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮ টায় টেকনাফ সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়া এলাকায় আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা রোজা রাখি, নামাজ আদায় করি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদের নামাজ পড়ি এবং ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই এসব আমাদের ইবাদত। কিন্তু এগুলো করেও কেউ নিশ্চিত জান্নাতি দাবি করতে পারে না। বিচার হবে কিয়ামতের দিনে, আর তা করবেন একমাত্র মহান আল্লাহ।
সাবেক এই সাংসদ বলেন, বিএনপি একটি জনবান্ধব দল। আমাদের মা-বোনেরা এ দলকে বিশ্বাস করেন। আমরা যদি রাষ্ট্রক্ষমতায় আসি, ইনশাআল্লাহ দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, নিরাপদে চলাফেরা করতে পারবে এবং দুই বেলা আহার নিশ্চিত হবে। আমি কথা দিচ্ছি, যতদিন আমি বেঁচে থাকব, কাউকে অন্যায়ভাবে অত্যাচার করতে দেব না।
টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকের সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবুল হাশেম ভুলু।
সভায় আরও বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন,ওলামা দলের আহবায়ক মাওলানা আব্দুল গফুর সহ অনেকেই। এছাড়া বৈঠকে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউটি/টিকে