ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ এবং ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। সিসমোলোজি এজেন্সি আশঙ্কা করছে এই ভূমিকম্পের কারণে যে সুনামি আঘাত হানতে পারে তা বেশ ধ্বংসাত্মক হতে পারে।
এদিকে, ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জনগণকে শান্ত থাকার এবং যাচাই করা হয়নি এমন তথ্য ছড়ানো বা বিশ্বাস করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
ইন্দোনেশিয়ার মেট্রোলজি, ক্লাইমেটলজি অ্যান্ড জিওফিজিক্স এজেন্সি এক বিবৃতিতে বলেছে ভূমিকম্পের কারণে ফাটল ধরা বা ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে থাকুন, পুনরায় বাড়িতে প্রবেশের আগে আপনার ঘরটি কাঠামোগতভাবে নিরাপদ আছে কি না এবং ভূমিকম্পের কারণে কোনো ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করে নিশ্চিত হোন।
সংস্থাটি আরও জানিয়েছে, এ পর্যন্ত তারা ক্ষয়ক্ষতির কোনো খবর পায়নি।
ফিলিপাইন এখনও সাম্প্রতিক কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করে যাচ্ছে। এরইমধ্যে আজ সকালে শক্তিশালী এই ভূমিকম্পের খবর এলো।
গত সপ্তাহে দেশটির সেবু প্রদেশের উপকূলীয় শহর বোগোতে ৭.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে ৭৪ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি মানুষ আহত হন।
এ ছাড়াও, দেশটি এমন একটি অঞ্চলে অবস্থিত যা ঘূর্ণিঝড়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সম্প্রতি ঘূর্ণিঝড় ‘বুয়ালই’ ফিলিপাইনের মধ্যাঞ্চলের ছোট দ্বীপগুলোতে আঘাত হানলে এতে ১১ জনের মৃত্যু হয়। এই ঘূর্ণিঝড়ের কারণে কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়েছিল।
এর আগে সেপ্টেম্বরে, এই বছরের সবচেয়ে বড় ঝড় সুপার টাইফুন ‘রাগাসা’ ফিলিপাইনের উত্তরের কাগায়ান প্রদেশের ওপর দিয়ে বয়ে যায়।
সূত্র : বিবিসি।
এমকে/এসএন