যুক্তরাষ্ট্র ইসরায়েলে প্রায় ২০০ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব সেনা গাজার জন্য মানবিক সহায়তা কার্যক্রম সহজতর করা এবং নতুনভাবে সুনির্দিষ্ট যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করার কাজ করবে। বৃহস্পতিবার আল আরাবিয়াকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানান।
এই সেনারা একটি সমন্বয় কেন্দ্র স্থাপন এবং পরিকল্পনা করার জন্য কাজ করবেন, যা তারা সবচেয়ে উপযুক্ত মনে করেন। এনজিও, বিনিয়োগকারী এবং অংশীদার দেশগুলোকে এটি একত্রিত করবে, যাতে কার্যকরী ও দক্ষভাবে মানবিক সহায়তা পরিচালনা করা যায়। একজন অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তার মতে, এই কেন্দ্রটি অংশগ্রহণকারীদের ‘সমন্বয়ে কাজ করার সুযোগ দেবে এবং যা গাজায় সিভিলিয়ান শাসনের দিকে সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।’
এ ছাড়া, এই উদ্যোগটি যুক্তরাষ্ট্র ও অংশীদার দেশগুলোর জন্য যুদ্ধবিরতি চুক্তি পূর্ণভাবে বাস্তবায়ন পর্যবেক্ষণ করার সুযোগ তৈরি করবে। মিসর, কাতার ও তুরস্ক এ বিশেষ কাজের দলটির অংশ হিসেবে জড়িত হবে। তবে কর্মকর্তা এ বিষয়টি স্পষ্ট করেছেন যে, কোনো মার্কিন সেনা গাজায় মোতায়েন করা হবে না।
সূত্র : আলঅ্যারাবিয়া।
এবি/টিকে