ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সামাজিক মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে মোদি ঘোষণা করেছেন যে, তিনি ট্রাম্পের সাথে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন এবং আগামী সপ্তাহগুলোতে এ বিষয়ে আরও তৎপরতার ইঙ্গিত দিয়েছেন।
পোস্টে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বন্ধু, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছি এবং ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানাই। বাণিজ্য আলোচনায় অর্জিত ভালো অগ্রগতিও পর্যালোচনা করেছি। আগামীতে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে আমরা সম্মত হয়েছি।’
আলাদা আরেক পোস্টে, মোদি বলেছেন যে বিশ্বের যেকোনো স্থানে, যেকোনো রূপে সন্ত্রাসবাদ অগ্রহণযোগ্য।
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অধীনে অগ্রগতির জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে অভিনন্দন জানিয়েছে। জিম্মিদের মুক্তি এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির চুক্তিকে আমরা স্বাগত জানাই।’
এর আগে ইসরাইল নিশ্চিত করেছে যে সব পক্ষ গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির ‘প্রথম ধাপে’ স্বাক্ষর করেছে।
সূত্র: এনডিটিভি
ইএ/এসএন