আফ্রিদিকে দলে নিয়ে কোচ বললেন, ‘বয়স কোনো বিষয় না’

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন লাল বলের (টেস্ট) প্রধান কোচ আজহার মাহমুদ আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নবাগত স্পিনার আসিফ আফ্রিদিকে দলে নেওয়ার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। আগামী ১২ অক্টোবর লাহোরে সিরিজটি শুরু হবে। ৩৯ বছর বয়সী আফ্রিদির দলে অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা উঠলেও মাহমুদ তার নির্বাচনকে যুক্তিসঙ্গত বলেছেন।

মিডিয়ার সঙ্গে আলাপকালে আজহার মাহমুদ বলেন, আসিফের ধারাবাহিক পারফরম্যান্সই তার নির্বাচনের প্রধান কারণ। নির্বাচকরা তার সাম্প্রতিক ফর্ম এবং সম্ভাবনা বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “সে আমাদের ১৬ সদস্যের মূল স্কোয়াডের অংশ। প্রথমে আমরা ১৮ জনের দল ঘোষণা করেছিলাম, পরে ১৬ জনে নামিয়ে আনি। সে কোনো ‘নেট বোলার’ হিসেবে নয়, মূল স্কোয়াডের অংশ হিসেবেই রয়েছে।

তিনি আরো বলেন, ‘আমি বুঝতে পারছি না আপত্তির জায়গাটা কোথায়। গত দুই মৌসুমে সে অসাধারণ পারফরম্যান্স করেছে  গত বছর ৫৩ উইকেট নিয়েছে, এ বছর ২৭টি। মোট ৮০ উইকেট পাওয়া কোনো বোলার অবশ্যই সুযোগ পাওয়ার যোগ্য। বয়স এখানে কোনো বিষয় নয়; আসল ব্যাপার হলো ম্যাচে ২০ উইকেট নেওয়ার ক্ষমতা, আর আসিফ সে ক্ষমতা রাখে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো না খেললেও, ঘরোয়া ক্রিকেটে সে নিজেকে প্রমাণ করেছে।’



সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) প্রধান কোচ মাইক হেসনের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে মাহমুদ বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন, ‘আমি লাল বলের কোচ, আর মাইক হেসন সাদা বলের কোচ। খেলোয়াড়দের সঙ্গে তার সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ, কারণ সামনে আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। আমরা দুজনই পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করছি।’ ৫০ বছর বয়সী এই কোচ পাকিস্তানের নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ২০২৫-২৭ চক্রকে সামনে রেখে বলেন, ‘এটি আমাদের নতুন চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম ম্যাচ, যেখানে আমাদের খেলোয়াড়রা পূর্ণ খেলার ছন্দে রয়েছে।

এর আগে অনেকটা সময় তারা হানিফ মোহাম্মদ ট্রফি, কাউন্টি ক্রিকেট বা এশিয়া কাপে ব্যস্ত ছিল। এখন সবাই খেলার রিদমে আছে, যা আমাদের জন্য ইতিবাচক।’ উল্লেখযোগ্য যে, বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি এখন পর্যন্ত ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯৮টি উইকেট নিয়েছেন, তার ইকোনমি রেট ২.৯২। এর মধ্যে রয়েছে ১৩টি পাঁচ উইকেট ও ২টি দশ উইকেট নেওয়ার কৃতিত্ব।

উল্লেখ্য, আসন্ন সিরিজটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ ১৭ বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদে। এটি পাকিস্তানের নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযানের সূচনাও। প্রথম টেস্ট হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১২ থেকে ১৬ অক্টোবর, আর দ্বিতীয় টেস্ট রাওয়ালপিন্ডিতে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।

দুই টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। প্রথম ম্যাচ রাওয়ালপিন্ডিতে, বাকি দুইটি লাহোরে। শেষে ৪ থেকে ৮ নভেম্বর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে সফর শেষ হবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান টেস্ট দল :
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলি, রোহাইল নাজির (উইকেটকিপার), সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল এবং শাহিন শাহ আফ্রিদি।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মারুফার জীবনের গল্প শুনে চোখ ভিজবে আপনারও Oct 10, 2025
img
হংকংয়ে হামজারা, জর্ডানে অর্পিতারা Oct 10, 2025
img
আমাদের কোয়ালিফায়ারে খেলা মানায় না: তানজিম Oct 10, 2025
img
সামোয়ার হয়ে দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ টেইলরের Oct 10, 2025
img
নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পকে উৎস্বর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো Oct 10, 2025
img
দেড় বছর বাড়ির বাইরে যেতে পারেননি পরীমণি, কারণ কী? Oct 10, 2025
img
আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Oct 10, 2025
img
কায়রোর জাতীয় বিচার শিক্ষাকেন্দ্র পরিদর্শনে প্রধান বিচারপতি Oct 10, 2025
img
জিপিওর জায়গায় হবে পোস্টাল মিউজিয়াম : ফয়েজ আহমদ তৈয়্যব Oct 10, 2025
img
ওমরা পালনে মক্কায় অভিনেতা মুশফিক আর ফারহান Oct 10, 2025
img
আমাদের লক্ষ্য ব্যক্তি নয়, প্রতীক ধানের শীষের বিজয় : শরীফ উদ্দিন জুয়েল Oct 10, 2025
img
ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিহত করতে হবে: জামায়াত আমির Oct 10, 2025
তরুণ ইয়ামালের প্রতিভা নিয়ে এমবাপ্পের উচ্ছ্বাস Oct 10, 2025
যুদ্ধবিরতির পর গাজায় ফিরছেন প্যালেস্টিনীয়রা Oct 10, 2025
img
জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মানুষ ঠিকানা হারাবে: সৈয়দা রিজওয়ানা হাসান Oct 10, 2025
শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে ওঠার চেষ্টা ছিল তামজিদের Oct 10, 2025
ট্রাম্প নোবেল পেলেন না, কারণ জানিয়েছে কমিটি! Oct 10, 2025
জুতা হাতে নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা Oct 10, 2025
img
আগামীকাল দেশে ফিরবেন শহিদুল আলম Oct 10, 2025
img
দুই-তিন সপ্তাহ পর নির্বাচনী আমেজ জমে উঠবে: প্রেস সচিব Oct 10, 2025