নোবেল শান্তি পুরস্কারের প্রত্যাশায় থাকা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন। একই সাথে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল পুরস্কার প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দাবি করেছেন যে ওবামা কিছু না করে এই সম্মান পেয়েছিলেন, উল্টো আমাদের দেশকে ধ্বংস করেছিলেন।
৯ই অক্টোবর হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজায় শান্তি নিশ্চিত করার সাম্প্রতিক প্রচেষ্টাসহ আটটি যুদ্ধ বন্ধের কৃতিত্ব দাবি করেন। তিনি জোর দিয়ে বলেন, তাঁর এই কাজ স্বীকৃতির জন্য নয়, বরং বহু মানুষের জীবন বাঁচানোর উদ্দেশ্যেই করা।
নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প স্পষ্ট হতাশা ব্যক্ত করেন যে, ওবামা তাঁর প্রথম মেয়াদের মাত্র আট মাসের মধ্যে ২০০৯ সালে এই পুরস্কার পেয়েছিলেন।
ট্রাম্প বলেন, তিনি এটি পেয়েছিলেন কিছুই না করে। ওবামা পুরস্কার পেয়েছিলেন তিনি নিজেও জানতেন না কীসের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন, আর তারা তাঁকে পুরস্কার দিয়েছিল সম্পূর্ণ কিছু না করার জন্য, উল্টো আমাদের দেশকে ধ্বংস করার জন্য।
ওবামা তাঁর প্রথম মেয়াদের আট মাসের মধ্যে ২০০৯ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, যা অনেককেই বিস্মিত করেছিল। ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি মধ্যস্থতা করার পর ট্রাম্প আরও বলেন, আমি আটটি যুদ্ধ থামিয়েছি, যা আগে কখনো হয়নি তবে তারা যা করার করবে। তারা যা করে, তা ঠিক আছে।
ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই তিনি পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো (যা নোবেল কমিটিকে সাহায্য করে) প্রভাবিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম আজ, নরওয়ের অসলোতে স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টায়) ঘোষণা করা হবে।
এবি/এসএন