গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হলে মানবিক সংস্থাগুলোর জন্য পূর্ণ, নিরাপদ ও স্থায়ী প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়ে গুতেরেস বলেন, জাতিসংঘ এবং এর সহযোগী সংস্থাগুলো অবিলম্বে সহায়তা কার্যক্রম শুরু করতে প্রস্তুত। তিনি জানান, খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়সহ অন্যান্য মানবিক সহায়তা জোরদার করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, গাজার অবকাঠামো পুনর্গঠন এবং বিপুল পরিমাণ মানবিক চাহিদা মেটাতে সদস্য দেশগুলোর জরুরি আর্থিক সহায়তা প্রয়োজন। এই যুদ্ধবিরতিকে তিনি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন, যা গাজার সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সহায়ক হবে।
এসএস/এসএন