চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে টুর্নামেন্টের গ্রুপপর্বে নিগার সুলতানা জ্যোতিদের এখনও পাঁচ ম্যাচ বাকি।
আজ (শুক্রবার) নিজেদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে কিউই নারীরা। টস হেরে জ্যোতি বললেন, তিনিও আগে বল করতে চেয়েছিলেন। গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেরকম কিছু হয়নি। দুর্দান্ত বোলিং সত্ত্বেও তাদের হারতে হয়েছে ৪ উইকেটে। এর সঙ্গে টাইগ্রেসদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছিল ৫ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করা পেসার মারুফা আক্তার ইনজুরি। তবে শঙ্কা ছাপিয়ে আজ তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরেছেন।
জয়ে ফেরার লড়াইয়ে বাংলাদেশ একাদশে আছে দুই পরিবর্তন। রিতুমনি ও সানজিদা আক্তার মেঘলার জায়গায় দলে এসেছেন সুমাইয়া ও নিশিতা।
বাংলাদেশ একাদশ: রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, সুমাইয়া, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।
এমআর/এসএন