গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন শেষে সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শুক্রবার (১০ অক্টোবর) জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির আদেশ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ নির্বাচনের পূর্বে বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান পরিস্কার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা ২৪’র বিরোধী, তারা ৭২’র বাকশালী সংবিধানের পক্ষ অবলম্বনকারী বলে বিবেচিত হবে।’
এসময় ফ্যাসিবাদের মূল উৎপাটন ও পুনরায় ফ্যাসিবাদ জন্ম নেবার পথ বন্ধ না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে কথাও জানান তিনি।
টিজে/টিকে