মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য নির্বাচিত না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হোয়াইট হাউস। নোবেল কমিটির নিন্দা জানিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেউং নিজের এক্স হ্যান্ডেল লিখেছেন, নোবেল কমিটি প্রমাণ করেছে যে তারা রাজনীতিকে শাস্তির ঊর্ধ্বে স্থান দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তিনি আরও লিখেছেন, ট্রাম্পের হৃদয় একজন মানবতাবাদীর মতো, এবং তার মতো আর কেউ আসবে না যিনি নিজের ইচ্ছাশক্তির জোরে পাহাড় টলাতে পারেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষার কথা কখনো গোপন করেননি। গতকাল পর্যন্ত তিনি দাবি করেছেন যে, তার প্রথম ও দ্বিতীয় মেয়াদে তিনি গাজা যুদ্ধসহ আটটি বৈশ্বিক সংঘাতের সমাধান করেছেন ট্রাম্প যেসব সংঘাত সমাধানের দাবি করেছেন, তার মধ্যে কয়েকটি ছিল অস্থায়ী চুক্তি, যা স্থায়ী শান্তির জন্য যথেষ্ট ছিল না।
চলতি বছরের শুরুতে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধে ট্রাম্পের সম্পৃক্ততা স্পষ্ট থাকলেও অন্যান্য ক্ষেত্রে বিষয়টি ততটা পরিষ্কার নয়।
ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনের কৃতিত্ব দাবি করলেও নয়াদিল্লি তার সম্পৃক্ততাকে তেমন গুরুত্ব দেয়নি।
অন্যান্য ঘটনাগুলো পূর্ণাঙ্গ সংঘাতের পরিবর্তে উত্তেজনা সম্পর্কিত ছিল। যেমন গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ বাঁধ নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যেকার উত্তেজনায় ট্রাম্প কোনো সুস্পষ্ট সাফল্য অর্জন করতে পারেননি।
তিনি তার প্রথম মেয়াদে সার্বিয়া ও কসোভোর মধ্যে উত্তেজনা কমাতে একটি বিস্তৃত চুক্তির কৃতিত্বও দাবি করেছেন, যদিও সেই চুক্তির অনেক বিধান কখনোই কার্যকর হয়নি।
তথ্যসূত্র: আলজাজিরা।
এমআর/টিকে